১৫০ পর্বে ‘বড়ো ভাই’ সিরিজ সম্প্রচার

- আপডেট সময় : ১২:১১:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫ ২৬ বার পড়া হয়েছে
প্রতি রবিবার থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ও রাত ৯টায় মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হচ্ছে তুর্কি ভাষার জনপ্রিয় সিরিজ ‘বড়ো ভাই’, যা তুর্কিতে ‘কারদেসলারিম’ নামে পরিচিত। আন্তর্জাতিকভাবে এটি ‘My Family’ এবং ‘My Siblings’ নামে সম্প্রচারিত হচ্ছে।
সিরিজের গল্প চার ভাইবোন কাদির, ওমর, আসিয়ে এবং এমেল-এর জীবনকে কেন্দ্র করে গড়ে উঠেছে। তারা একটি সুখী পরিবারে জন্মগ্রহণ করলেও একটি আকস্মিক দুর্ঘটনায় বাবা-মাকে হারায়। এরপর তাদের জীবন কঠিন বাস্তবতার মুখোমুখি হয়।
গল্পে উঠে আসে তাদের সংগ্রাম, সমাজের নিষ্ঠুরতার শিকার হওয়া, নতুন বন্ধু ও সহানুভূতিশীল মানুষের সহযোগিতা এবং ধনী ও ক্ষমতাবান ব্যক্তিদের দ্বারা সৃষ্ট বাধা। তবে ভাই- বোনদের মধ্যকার গভীর ভালোবাসা, একে অপরের প্রতি নিঃস্বার্থ সহায়তা এবং পরিবারের ওপর নেমে আসা দুর্ভাগ্যের জন্য দায়ীদের মুখোশ উন্মোচনের আকাঙ্ক্ষা গল্পকে আবেগপ্রবণভাবে এগিয়ে নিয়ে যায়।
২১ আগস্ট, বৃহস্পতিবার রাত ৯টায় সিরিজের ১৫০তম পর্ব সম্প্রচারিত হবে।