ঢাকা ০৭:২০ পূর্বাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

সৌদির কারণে জ্বালানি তেলের দাম কমলো

দেশের আওয়াজ ডেস্কঃ
  • আপডেট সময় : ০৩:৫০:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০২৪ ৪৩ বার পড়া হয়েছে

ওপেকের উৎপাদন বাড়ানো এবং সৌদি আরবের জ্বালানি তেলের দাম কমানোয় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ১ শতাংশেরও বেশি কমেছে।

সোমবার (৮ জানুয়ারি) এ খবর জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, একদিকে ওপেক উৎপাদন বাড়িয়েছে। অন্যদিকে ক্রমবর্ধামন সরবরাহ এবং প্রতিদ্বন্দ্বী উৎপাদকদের সঙ্গে প্রতিযোগিতা করতে এশিয়ার গ্রাহকদের জন্য ফ্ল্যাগশিপ আরব লাইট ক্রুডের দাম কমিয়ে ২৭ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নামিয়েছে শীর্ষ তেল রফতানিকারক দেশ সৌদি আরব। ফলে মধ্যপ্রাচ্যে চলমান ‍ভূরাজনৈতিক উত্তেজনার কারণ বাজারে যে উদ্বেগ দেখা দিয়েছিল, তা কিছুটা হলেও দূর হয়েছে।

সোমবার বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে ১ শতাংশেরও বেশি। দিনের শুরুর লেনদেনে ব্রেন্ট ক্রুডের দাম পড়ে যায় ১ শতাংশেরও বেশি। পরে এ অপরিশোধিত তেলের দাম শূন্য দশমিক ৯৩ শতাংশ বা ৭৩ সেন্ট কমে ব্যারেলপ্রতি নেমেছে ৭৮ দশমিক শূন্য ৩ ডলারে। এদিকে ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ১ দশমিক শূন্য ৪ শতাংশ বা ৭৭ সেন্ট কমে প্রতি ব্যারেল ঠেকে ৭৩ দশমিক শূন্য ৪ ডলারে।

রয়টার্স বলছে, ২০২৪ সালের প্রথম সপ্তাহে জ্বালানি তেলের উভয় বেঞ্চমার্কের দামই ২ শতাংশের বেশি বেড়েছে। জরিপে দেখা গেছে ভূরাজনৈতিক উদ্বেগের কারণে জ্বালানি তেলের ওপর প্রভাব পড়েছে। ফলে ডিসেম্বরে অর্গানাইজেশন অব দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজের (ওপেক) দৈনিক তেল উৎপাদন ৭০ হাজার ব্যারেল বেড়ে উঠে গেছে ২৭ দশমিক ৮৮ মিলিয়ন ব্যারেলে।

দাম কমার বিষয়ে জ্বালানি তেল বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান ভান্দা ইনসাইটের প্রতিষ্ঠাতা বন্দনা হরি বলেন, সৌদি আরামকো তাদের ফেব্রুয়ারি মাসের আফিসিয়াল সেলিং প্রাইস (ওএসপি) কমিয়েছে। এটি জ্বালানি তেলের দুর্বল চাহিদা থাকার দিকেই ইঙ্গিত দেয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সৌদির কারণে জ্বালানি তেলের দাম কমলো

আপডেট সময় : ০৩:৫০:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০২৪

ওপেকের উৎপাদন বাড়ানো এবং সৌদি আরবের জ্বালানি তেলের দাম কমানোয় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ১ শতাংশেরও বেশি কমেছে।

সোমবার (৮ জানুয়ারি) এ খবর জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, একদিকে ওপেক উৎপাদন বাড়িয়েছে। অন্যদিকে ক্রমবর্ধামন সরবরাহ এবং প্রতিদ্বন্দ্বী উৎপাদকদের সঙ্গে প্রতিযোগিতা করতে এশিয়ার গ্রাহকদের জন্য ফ্ল্যাগশিপ আরব লাইট ক্রুডের দাম কমিয়ে ২৭ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নামিয়েছে শীর্ষ তেল রফতানিকারক দেশ সৌদি আরব। ফলে মধ্যপ্রাচ্যে চলমান ‍ভূরাজনৈতিক উত্তেজনার কারণ বাজারে যে উদ্বেগ দেখা দিয়েছিল, তা কিছুটা হলেও দূর হয়েছে।

সোমবার বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে ১ শতাংশেরও বেশি। দিনের শুরুর লেনদেনে ব্রেন্ট ক্রুডের দাম পড়ে যায় ১ শতাংশেরও বেশি। পরে এ অপরিশোধিত তেলের দাম শূন্য দশমিক ৯৩ শতাংশ বা ৭৩ সেন্ট কমে ব্যারেলপ্রতি নেমেছে ৭৮ দশমিক শূন্য ৩ ডলারে। এদিকে ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ১ দশমিক শূন্য ৪ শতাংশ বা ৭৭ সেন্ট কমে প্রতি ব্যারেল ঠেকে ৭৩ দশমিক শূন্য ৪ ডলারে।

রয়টার্স বলছে, ২০২৪ সালের প্রথম সপ্তাহে জ্বালানি তেলের উভয় বেঞ্চমার্কের দামই ২ শতাংশের বেশি বেড়েছে। জরিপে দেখা গেছে ভূরাজনৈতিক উদ্বেগের কারণে জ্বালানি তেলের ওপর প্রভাব পড়েছে। ফলে ডিসেম্বরে অর্গানাইজেশন অব দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজের (ওপেক) দৈনিক তেল উৎপাদন ৭০ হাজার ব্যারেল বেড়ে উঠে গেছে ২৭ দশমিক ৮৮ মিলিয়ন ব্যারেলে।

দাম কমার বিষয়ে জ্বালানি তেল বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান ভান্দা ইনসাইটের প্রতিষ্ঠাতা বন্দনা হরি বলেন, সৌদি আরামকো তাদের ফেব্রুয়ারি মাসের আফিসিয়াল সেলিং প্রাইস (ওএসপি) কমিয়েছে। এটি জ্বালানি তেলের দুর্বল চাহিদা থাকার দিকেই ইঙ্গিত দেয়।