ঢাকা ১২:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাতিসংঘে ভোট, গাজা নিয়ে প্রশ্নবিদ্ধ যুক্তরাষ্ট্রের ভূমিকা বাংলাদেশে এখনকার পরিস্থিতি আমাদের মানতে হবে: ভারতীয় কূটনীতিক অমর একুশে বইমেলা ১৭ ডিসেম্বর থেকে ১৭ জানুয়ারি ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু উপদেষ্টা পরিষদ অনুমোদন দিল নির্বাচন সংক্রান্ত দুই অধ্যাদেশ পুজা মন্ডপে আলোকবাতি পরিমিত করে সিসি ক্যমেরার ব্যবস্থা গ্রহণের আহবান ইউএনও’র ময়মনসিংহে ডিসির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ শিক্ষা অফিসারের রাজশাহী অঞ্চলে মাধ্যমিক শিক্ষার ২৪০ শিক্ষক-কর্মকর্তার মধ্যে ১৫৮ পদ শূন্য রাজশাহী কেন্দ্রীয় কারাগারে মাদকবিরোধী শোভাযাত্রা পুঠিয়ায় আইন শৃঙ্খলা কমিটি ও মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

পুজা মন্ডপে আলোকবাতি পরিমিত করে সিসি ক্যমেরার ব্যবস্থা গ্রহণের আহবান ইউএনও’র

আরিফ রববানী, ময়মনসিংহ।।
  • আপডেট সময় : ১১:৪৭:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫ ১৩ বার পড়া হয়েছে

ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম প্রিন্স বলেছেন, যেখানে পুজা মন্ডপ তৈরি করবেন লক্ষ্য রাখবেন সেখানে যেনো জনসাধারণের চলাফেরার যেন কোন রকম সমস্যা না হয়। অনেক পূজা মন্ডপের পাশে মসজিদ আছে তাই আপনাদের খেয়াল রাখতে হবে যখন আযান দেয় নামাজ পড়ে তখন যেন বাদ্যযন্ত্র সাময়িক সময়ের জন্য বন্ধ থাকে। এসময় তিনি-এ বছর পূজা উদযাপনে সরকারের পক্ষ থেকে তেমন কোন বরাদ্দ না থাকায় পুঁজা মন্ডপগুলোর নিরাপত্ত্বা জোরূারে মন্ডপে আলোকবাতির ব্যবহার পরিমিত করে সিসি ক্যমেরার ব্যবস্থা গ্রহণের আহবান জানান। তিনি মন্ডপে আলোকবাতির ব্যবহার পরিমিত করে, অর্থ সেইভ করে সে অর্থে সিসি ক্যামেরার ব্যবস্থা করারও পরামর্শ দেন একই সাথে মন্ডপে বা মন্ডপের আশেপাশে কোন রকমের বিশৃঙ্খলা দেখলে বা অনুমান করতে পারলে প্রশাসনের নিয়োজিত লোককে অথবা থানাতে সাথে সাথে অবিহিত করার আহবান জানান।

বৃহস্পতিবার(১৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় সদর উপজেলা পরিষদ ব্রহ্মপুত্র হলরুমে শারদীয় দুর্গাপূজা ২০২৫ উদযাপন উপলক্ষে আয়োজিত প্রস্তুতি ও আইন শৃঙ্খলা বিষয়ক আলোচনা সভায় সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি।

উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম প্রিন্স এর সভাপতিত্বে বক্তব্য রাখেন
কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ শিবিরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমর্কর্তা ইঞ্জি: মো: মনিরুল হক ফারুক রেজা,ময়মনসিংহ সেনানিবাসের ক্যাপ্টেন নাহিদুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগর শাখার সেক্রেটারী অধ্যাপক শহীদুল্লাহ কায়সার, , সদর উপজেলা কৃষি কর্মকর্তা জুবায়রা বেগম সাথী, পূজা উদযাপন কমিটির সভাপতি এড. তপন দে, আহবায়ক শংকর সাহা, মীর কান্দাপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোলায়মান কবীর, জামায়াতে ইসলামী সদর থানার আমির মো: মফিদুল ইসলাম,এনসিপি ময়মনসিংহ জেলা শাখার যুগ্ম আহবায়ক এড. এটিএম মাহবুব উল আলম প্রমুখ।

উপজেলা নির্বাহী অফিসার বলেন, “সবার সহযোগিতায় শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গোৎসব উদযাপন করা হবে। কোনো দুষ্কৃতিকারী যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেজন্য সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।

সভায় কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শিবিরুল ইসলাম বলেন, শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সহানুভূতি ও সহযোগিতায় একটি শান্তিপূর্ণ পূজার পরিবেশ গড়ে তোলা আমাদের লক্ষ্য।

তিনি আরও জানান, পূজামণ্ডপে আইনশৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েন, টহল বৃদ্ধি এবং মনিটরিং টিম গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

সভায় উপস্থিত হিন্দু সম্প্রদায়ের নেতারা উপজেলা প্রশাসন ও পুলিশের এসব উদ্যোগকে স্বাগত জানিয়ে পূজাকে কেন্দ্র করে সহযোগিতার আশ্বাস দেন। এ ধরনের মতবিনিময় সভা সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

এ সময় পূজা উদযাপন কমিটির বিভিন্ন নেতৃবৃন্দ , ইসলামিক নেতৃবৃন্দ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পুজা মন্ডপে আলোকবাতি পরিমিত করে সিসি ক্যমেরার ব্যবস্থা গ্রহণের আহবান ইউএনও’র

আপডেট সময় : ১১:৪৭:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম প্রিন্স বলেছেন, যেখানে পুজা মন্ডপ তৈরি করবেন লক্ষ্য রাখবেন সেখানে যেনো জনসাধারণের চলাফেরার যেন কোন রকম সমস্যা না হয়। অনেক পূজা মন্ডপের পাশে মসজিদ আছে তাই আপনাদের খেয়াল রাখতে হবে যখন আযান দেয় নামাজ পড়ে তখন যেন বাদ্যযন্ত্র সাময়িক সময়ের জন্য বন্ধ থাকে। এসময় তিনি-এ বছর পূজা উদযাপনে সরকারের পক্ষ থেকে তেমন কোন বরাদ্দ না থাকায় পুঁজা মন্ডপগুলোর নিরাপত্ত্বা জোরূারে মন্ডপে আলোকবাতির ব্যবহার পরিমিত করে সিসি ক্যমেরার ব্যবস্থা গ্রহণের আহবান জানান। তিনি মন্ডপে আলোকবাতির ব্যবহার পরিমিত করে, অর্থ সেইভ করে সে অর্থে সিসি ক্যামেরার ব্যবস্থা করারও পরামর্শ দেন একই সাথে মন্ডপে বা মন্ডপের আশেপাশে কোন রকমের বিশৃঙ্খলা দেখলে বা অনুমান করতে পারলে প্রশাসনের নিয়োজিত লোককে অথবা থানাতে সাথে সাথে অবিহিত করার আহবান জানান।

বৃহস্পতিবার(১৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় সদর উপজেলা পরিষদ ব্রহ্মপুত্র হলরুমে শারদীয় দুর্গাপূজা ২০২৫ উদযাপন উপলক্ষে আয়োজিত প্রস্তুতি ও আইন শৃঙ্খলা বিষয়ক আলোচনা সভায় সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি।

উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম প্রিন্স এর সভাপতিত্বে বক্তব্য রাখেন
কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ শিবিরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমর্কর্তা ইঞ্জি: মো: মনিরুল হক ফারুক রেজা,ময়মনসিংহ সেনানিবাসের ক্যাপ্টেন নাহিদুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগর শাখার সেক্রেটারী অধ্যাপক শহীদুল্লাহ কায়সার, , সদর উপজেলা কৃষি কর্মকর্তা জুবায়রা বেগম সাথী, পূজা উদযাপন কমিটির সভাপতি এড. তপন দে, আহবায়ক শংকর সাহা, মীর কান্দাপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোলায়মান কবীর, জামায়াতে ইসলামী সদর থানার আমির মো: মফিদুল ইসলাম,এনসিপি ময়মনসিংহ জেলা শাখার যুগ্ম আহবায়ক এড. এটিএম মাহবুব উল আলম প্রমুখ।

উপজেলা নির্বাহী অফিসার বলেন, “সবার সহযোগিতায় শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গোৎসব উদযাপন করা হবে। কোনো দুষ্কৃতিকারী যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেজন্য সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।

সভায় কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শিবিরুল ইসলাম বলেন, শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সহানুভূতি ও সহযোগিতায় একটি শান্তিপূর্ণ পূজার পরিবেশ গড়ে তোলা আমাদের লক্ষ্য।

তিনি আরও জানান, পূজামণ্ডপে আইনশৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েন, টহল বৃদ্ধি এবং মনিটরিং টিম গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

সভায় উপস্থিত হিন্দু সম্প্রদায়ের নেতারা উপজেলা প্রশাসন ও পুলিশের এসব উদ্যোগকে স্বাগত জানিয়ে পূজাকে কেন্দ্র করে সহযোগিতার আশ্বাস দেন। এ ধরনের মতবিনিময় সভা সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

এ সময় পূজা উদযাপন কমিটির বিভিন্ন নেতৃবৃন্দ , ইসলামিক নেতৃবৃন্দ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।