ঢাকা ১১:৩০ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

নিউজিল্যান্ডে ইতিহাস গড়া বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

দেশের আওয়াজ ডেস্কঃ
  • আপডেট সময় : ০৫:৩৫:৪২ অপরাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩ ২৩ বার পড়া হয়েছে

নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও ইতিহাস গড়ল বাংলাদেশ দল। দেশটির মাটিতে স্বাগতিকদের বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে ম্যাচ জয়ের পর প্রথমবার জয় পেল টি-টোয়েন্টি ম্যাচেও। ইতিহাস গড়া দলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এই জয়ের মাধ্যমে একটি চক্রও পূরণ করল বাংলাদেশ। গত বছর মাউন্ট মঙ্গানুইতে টেস্ট ম্যাচে জয় পায় বাংলাদেশ। যেকোনো ফরম্যাটে নিউজিল্যান্ডের মাঠে সেটিই ছিল বাংলাদেশের প্রথম জয়। এই সফরে প্রথমবারের মতো জয় আসে ওয়ানডেতে। বাকি ছিল শুধু টি-টোয়েন্টিও। সেই আক্ষেপই পূরণ হলো এবার। এর আগে কিউইদের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে ৯টি টি-টোয়েন্টি খেললেও তাতে জয়ের মুখ দেখেনি টাইগাররা। দশম ম্যাচে এল ঐতিহাসিক জয়।

নেপিয়ারের এই মাঠেই বাংলাদেশি পেসারদের দাপটে মাত্র ৯৮ রানে অলআউট হয়েছিল নিউজিল্যান্ড। সেদিন শুধু পেসাররা দাপট দেখালেও আজ দাপট ছিল স্পিনার শেখ মেহেদী হাসানেরও। তাতে প্রথমে ব্যাট করা নিউজিল্যান্ড ১৩৪ রানের বেশি করতে পারেনি। বাংলাদেশ বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩টি উইকেট পান পেসার শরিফুল। এছাড়া মেহেদী ও মোস্তাফিজ ২টি করে উইকেট দখল করেন।

১৩৫ রানের জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশের ব্যাটাররা সেট হয়ে স্থায়ী হতে না পারলেও দৃঢ়তা দেখান ওপেনার লিটন দাস। শেষ পর্যন্ত ৮ বল ও ৫ উইকেট হাতে রেখেই জয় পায় নাজমুল হোসেন শান্তর দল। ৩৬ বলে ৪২ রানের অপরাজিত ইনিংসে দলের জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন লিটন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নিউজিল্যান্ডে ইতিহাস গড়া বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

আপডেট সময় : ০৫:৩৫:৪২ অপরাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩

নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও ইতিহাস গড়ল বাংলাদেশ দল। দেশটির মাটিতে স্বাগতিকদের বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে ম্যাচ জয়ের পর প্রথমবার জয় পেল টি-টোয়েন্টি ম্যাচেও। ইতিহাস গড়া দলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এই জয়ের মাধ্যমে একটি চক্রও পূরণ করল বাংলাদেশ। গত বছর মাউন্ট মঙ্গানুইতে টেস্ট ম্যাচে জয় পায় বাংলাদেশ। যেকোনো ফরম্যাটে নিউজিল্যান্ডের মাঠে সেটিই ছিল বাংলাদেশের প্রথম জয়। এই সফরে প্রথমবারের মতো জয় আসে ওয়ানডেতে। বাকি ছিল শুধু টি-টোয়েন্টিও। সেই আক্ষেপই পূরণ হলো এবার। এর আগে কিউইদের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে ৯টি টি-টোয়েন্টি খেললেও তাতে জয়ের মুখ দেখেনি টাইগাররা। দশম ম্যাচে এল ঐতিহাসিক জয়।

নেপিয়ারের এই মাঠেই বাংলাদেশি পেসারদের দাপটে মাত্র ৯৮ রানে অলআউট হয়েছিল নিউজিল্যান্ড। সেদিন শুধু পেসাররা দাপট দেখালেও আজ দাপট ছিল স্পিনার শেখ মেহেদী হাসানেরও। তাতে প্রথমে ব্যাট করা নিউজিল্যান্ড ১৩৪ রানের বেশি করতে পারেনি। বাংলাদেশ বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩টি উইকেট পান পেসার শরিফুল। এছাড়া মেহেদী ও মোস্তাফিজ ২টি করে উইকেট দখল করেন।

১৩৫ রানের জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশের ব্যাটাররা সেট হয়ে স্থায়ী হতে না পারলেও দৃঢ়তা দেখান ওপেনার লিটন দাস। শেষ পর্যন্ত ৮ বল ও ৫ উইকেট হাতে রেখেই জয় পায় নাজমুল হোসেন শান্তর দল। ৩৬ বলে ৪২ রানের অপরাজিত ইনিংসে দলের জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন লিটন।