ঢাকা ০২:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাতিসংঘে ভোট, গাজা নিয়ে প্রশ্নবিদ্ধ যুক্তরাষ্ট্রের ভূমিকা বাংলাদেশে এখনকার পরিস্থিতি আমাদের মানতে হবে: ভারতীয় কূটনীতিক অমর একুশে বইমেলা ১৭ ডিসেম্বর থেকে ১৭ জানুয়ারি ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু উপদেষ্টা পরিষদ অনুমোদন দিল নির্বাচন সংক্রান্ত দুই অধ্যাদেশ পুজা মন্ডপে আলোকবাতি পরিমিত করে সিসি ক্যমেরার ব্যবস্থা গ্রহণের আহবান ইউএনও’র ময়মনসিংহে ডিসির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ শিক্ষা অফিসারের রাজশাহী অঞ্চলে মাধ্যমিক শিক্ষার ২৪০ শিক্ষক-কর্মকর্তার মধ্যে ১৫৮ পদ শূন্য রাজশাহী কেন্দ্রীয় কারাগারে মাদকবিরোধী শোভাযাত্রা পুঠিয়ায় আইন শৃঙ্খলা কমিটি ও মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

গোদাগাড়ীতে নিজ বাড়িতে এক বৃদ্ধাকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিবেদক//
  • আপডেট সময় : ১২:১৬:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫ ৩২ বার পড়া হয়েছে

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় নিজ বাড়িতে মারেজান বেগমের (৬২) নামের এক বৃদ্ধাকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (৩০ আগস্ট) রাতের পালপুর মালিগাছা গ্রাম থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের স্বামীর নাম নজরুল ইসলাম।

প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাকসুদুর রহমান জানান, মারেজান বেগম একাই বাড়িতে থাকতেন। তার স্বামী অসুস্থ ছেলেকে নিয়ে চিকিৎসার জন্য ভারতে অবস্থান করছেন। সন্ধ্যায় এক প্রতিবেশী নারী ঘরে ঢুকে গলাকাটা অবস্থায় লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং সিআইডি আলামত সংগ্রহ করে। পরে লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। রোববার দুপুরে ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, শনিবার সকাল ১০টার দিকে প্রতিবেশীরা শেষবারের মতো মারেজান বেগমকে বাড়ির বাইরে দেখেছেন। এরপর বিকেল ৪টার মধ্যে যে কোনো সময় হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে কী কারণে এ খুনের ঘটনা ঘটেছে তা এখনো নিশ্চিত নয়।

নিহতের মেয়ে বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গোদাগাড়ীতে নিজ বাড়িতে এক বৃদ্ধাকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা

আপডেট সময় : ১২:১৬:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় নিজ বাড়িতে মারেজান বেগমের (৬২) নামের এক বৃদ্ধাকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (৩০ আগস্ট) রাতের পালপুর মালিগাছা গ্রাম থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের স্বামীর নাম নজরুল ইসলাম।

প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাকসুদুর রহমান জানান, মারেজান বেগম একাই বাড়িতে থাকতেন। তার স্বামী অসুস্থ ছেলেকে নিয়ে চিকিৎসার জন্য ভারতে অবস্থান করছেন। সন্ধ্যায় এক প্রতিবেশী নারী ঘরে ঢুকে গলাকাটা অবস্থায় লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং সিআইডি আলামত সংগ্রহ করে। পরে লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। রোববার দুপুরে ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, শনিবার সকাল ১০টার দিকে প্রতিবেশীরা শেষবারের মতো মারেজান বেগমকে বাড়ির বাইরে দেখেছেন। এরপর বিকেল ৪টার মধ্যে যে কোনো সময় হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে কী কারণে এ খুনের ঘটনা ঘটেছে তা এখনো নিশ্চিত নয়।

নিহতের মেয়ে বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।