হরিণ বিস্কা উচ্চ বিদ্যালয়ে উৎসবের মাধ্যমে বই বিতরণ
- আপডেট সময় : ০৯:০৫:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১ জানুয়ারী ২০২৩ ৫৯০ বার পড়া হয়েছে
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার হরিণ বিস্কা উচ্চ বিদ্যালয়ে পাঠ্যপুস্তক উৎসব ২০২৩ উদযাপন করা হয়েছে। বছরের প্রথম দিনেই বই হাতে পেল শিক্ষার্থীরা। আজ রোববার বেলা সাড়ে ১১টায় হরিণ বিস্কা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত পাঠ্যপুস্তক উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রাজশাহী অঞ্চলের গবেষনা কর্মকর্তা মোঃ আলী হাসান।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ ইমারুল ইসলাম খুরুমের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সেলিম সানোয়ার পলাশের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামরুন নাহার, মেসবাহ উদ্দিন, আনারুল ইসলাম, নুজরুল ইসলাম, তারিক ইকবাল, মমতাজ বেগম,ধর্মীয় শিক্ষক মৌঃ মোঃ সিরাজুল ইসলাম, শ্রী রতন চন্দ্র পাল, শরীর চর্চা শিক্ষক সিরাজুল ইসলাম, সহকারী গ্রন্থাগারিক আক্তারুজ্জামান রুবেলসহ সকল শিক্ষক, কর্মচারী, অভিভাবকবৃন্দ ও ছাত্র-ছাত্রীরা।