সুদের টাকা আদায়ে তানোরে মৎস্যচাষীর মটরসাইকেল ও টাকা ছিন্তায়ের অভিযোগ
- আপডেট সময় : ০৬:৫২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩ ৮৩ বার পড়া হয়েছে
রাজশাহীর তানোরে পেশাদার এক সুদখোর নারী ও তার লোকজন অসহায় নিরীহ এক মৎস্য চাষীকে বিপুল সংখ্যক লোকজনের সামনে কলার ধরে মারপিট করে মটরসাইকেল ও টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। রোববার ৯ এপ্রিল সন্ধ্যা অনুমান সাড়ে ৭ ঘটিকার সময় তানোর সদরের আমশো মেডিকেল মোড় নামক স্থানে আকার মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। এঘটনায় আহত ওই মৎস্য চাষী তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন।
নির্যাতনের শিকার তানোর পৌর এলাকার মথুরাপুর মুন্নাপাড়া মহল্লার বাসিন্দা আব্দুর রহমানের পুত্র নাজমুল হাসান বাদি হয়ে ঘটনার দিন ৯ এপ্রিল রাতে পেশাদার সুদখোর রিতা বিবি (৩৮) ও তার পিতা সিরাজ চৌকিদার (৫৫) ছাড়াও অজ্ঞাত ২/৩ জন ব্যক্তির বিরুদ্ধে দেড় লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগ দায়ের করেছেন। এমন অভিযোগের প্রেক্ষিতে ১০ এপ্রিল সোমবার দুপুরে তানোর থানার এসআই আব্দুর রউফ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কিন্তু এরির্পোট লেখা পর্যন্ত গত ৩ দিনেও ছিনিয়ে নেয়া মটরসাইকেল ও টাকা উদ্ধার করতে পারেনি পুলিশ।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাজমুল হাসান একজন মৎস্য চাষী। তিনি আমশো, মথুরাপুর ও তাঁতিয়ালপাড়া এলাকার বেশ কয়েকটি পুকুর প্রায় কোটি টাকা দিয়ে লীজ নিয়ে দীর্ঘদিন ধরে মাছ চাষ ব্যবসা করে আসছেন। তাঁর ব্যবসায় টাকার বিশেষ প্রয়োজনে রিতা বিবির নিকট হতে নগদ টাকা ধার চান তিনি। রিতা বিবি শর্ত সাপেক্ষে টাকা ধার দিবে মর্মে মৎস্য চাষী নাজমুল হাসানের নামীয় ব্যাংক হিসাবের চেক ও ফাঁকা স্ট্যাম্পে সহি স্বাক্ষর নিয়ে চড়া সুদের ওপর টাকা ধার দিতে চাই রিতা বিবি।
মৎস্য চাষী নাজমুল হাসান বলেন, নগদ টাকার প্রয়োজনে নিরুপাই হয়ে রিতা বিবির শর্ত মানিয়ে নিয়ে ব্যাংক চেক ও ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর দিয়ে গত বছরের ১০ জুন দুই লক্ষ টাকা ধার হিসেবে গ্রহণ করেন তিনি। পরবর্তীতে ধারকৃত দুই লক্ষ টাকা ও সুদের আংশিক টাকা পরিশোধ করে সহি করা চেক ও স্ট্যাম্প ফেরৎ চাই। কিন্তু রিতা বিবি সুদের আরো ৩০ হাজার টাকা পাওনা আছেন মর্মে নাজমুল হাসানকে উক্ত সহি করা চেক ও স্ট্যাম্প ফেরৎ দেয়নি।
নাজমুল হাসান অভিযোগে আরো জানান, সুদের উক্ত ৩০ হাজার টাকা পরিশোধের দিন চেক ও স্ট্যাম্প ফেরৎ দেবে বলে রিতা বিবি তাকে জানায়। কিন্তু তিনি নিরুপাই হইয়ে তা মানিয়ে নেন। এমতাবস্থায় ৯ এপ্রিল রোববার সন্ধ্যা অনুমান সাড়ে ৭ ঘটিকার সময় তিনি তার নিজ মটরসাইকেল নিয়ে মেডিকেল মোড়ে যাওয়া মাত্রই রিতা বিবি ও তার পিতা সিরাজ চৌকিদারসহ অজ্ঞাত আরো ২/৩ জন ব্যক্তি পথরোধ করে হামলা চালিয়ে মটরসাইকেল কেড়ে নেয়। এহেন সময় কোন কিছু বুঝে উঠার আগেই রিতা বিবি তার সার্টের কলার ধরে চড়-থাপ্পড় মারতে থাকে। এমন সময় সিরাজ চৌকিদার মটরসাইকেল নিয়ে অন্যত্র চলে যায়। উক্ত সময় অজ্ঞাতনামা ব্যক্তিদের সহায়তায় তার লুঙ্গির ট্যারে থাকা দেড় লক্ষ টাকা জোরপূর্বক ছিনিয়ে নেয় এবং তার গলায় থাকা আটআনা ওজনের স্বর্ণের চেইন ছিড়ে পড়ে যায়। ঘটনার সময় বুলবুল ও সিহাব থানা পুলিশে খবর দেয়। পরে থানা পুলিশের উপস্থিতি টের পেয়ে সটকে পড়ে তারা। অভিযোগের পরদিন দুপুরে ওসির নির্দেশে এসআই আব্দুর রউফ ঘটনাস্থল পরির্দশন করে আটককৃত মটরসাইকেল ও টাকা রিতা বিবিকে ফেরৎ দিতে বলে আর কোন খোঁজ নেননি এসআই রউফ।
এবিষয়ে রিতা বিবির মোবাইলে ফোন দেয়া হলে তিনি জানান, প্রতি মাসে ১৫ হাজার টাকা লাভের জন্য হাসানকে সুদের উপরে দুই লক্ষ টাকা দেয়। দুয়েক মাস লাভের টাকা দিয়ে ৫ মাস ধরে আর দেখা নেই। এঅবস্থায় মেডিকেল মোড়ে হাসানকে দেখতে পেয়ে তিনি ও তার পিতা লোকজনের সহায়তায় তাকে ধরে চড়থাপ্পর দিয়ে মটরসাইকেল কেড়ে নেন। ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মটরসাইকেল তার হেফাজতে রাখতে বলেছে। তাই টাকা ছাড়া কোন অবস্থায় মটরসাইকেল দেবেন না বলে জানান রিতা বিবি।
এব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন- ঘটনাটি ছিনতাই নয়, সুদের টাকা আদায়ের জন্য রিতা নামের এক নারী তার লোকজন দ্বারা বল প্রয়োগ করে হাসানের মটরসাইকেল কেড়ে নেয়। পরে এসআই আব্দুর রউফকে মটরসাইকেল উদ্ধারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেয়া হয়েছে বলে জানান ওসি।