সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরায় ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
দেশের আওয়াজ ডেস্কঃ
- আপডেট সময় : ১১:৪১:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪ ১০ বার পড়া হয়েছে
সাতক্ষীরায় ট্রাকচাপায় মোটরসাইকেল থাকা তিন আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ নভেম্বর) ভোরে সাতক্ষীরার বিনেরপোতার বিসিক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, যশোরের ঝিকরগাছার আকবর আলী গাজীর ছেলে আরিজুল গাজী (২৮), সাতক্ষীরার তালার শামসুর কবিরের ছেলে আসাদুল ইসলাম ফকির (৫৫) ও একই উপজেলার সুজনশাহা গ্রামের আব্দুল আজিজের ছেলে আব্দুস সেলিম (৩৫)।
সাতক্ষীরা থানার সাব-ইন্সপেক্টর (এসআই) বিশ্বজিৎ সরকার জানান, ঘটনাস্থলে ট্রাক কোম্পানি আইশার মটরসের লোগো পড়ে থাকায় ধারণা করা হচ্ছে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষেই এ ঘটনা ঘটে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাস্থলে রয়েছি। মরদেহ উদ্ধারের কাজ চলছে।