সরিষা ক্ষেত থেকে অজ্ঞাত যুবতীর মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ০৫:০৯:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জানুয়ারী ২০২৩ ১০৫ বার পড়া হয়েছে
বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় সরিষার ক্ষেতে এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে নন্দীগ্রাম থানা পুলিশ।শুক্রবার উপজেলার কাথম (পুইয়াগাড়ী) এলাকা থেকে দুপুর দেড়টার দিকে এ নারীর মরদেহ উদ্ধার করেছে নন্দীগ্রাম থানা পুলিশ৷
পুলিশ জানান, নিহত নারীর আনুমানিক ২৪ বছর। শ্বাসরোধে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করেছেন।
এ বিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেন জানান, দুপুর দেড়টার দিকে খবর পেয়ে সরিষার ক্ষেত থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। নিহতের নাম ঠিকানা পাওয়া যায়নি। ওই নারীর দুই হাতে মেহেদী দেয়া আছে। এছাড়া তার শরীরে কোন আঘাতের চিহ্ন মেলেনি।
ধারণা করা হচ্ছে শ্বাসরোধে ওই নারীকে হত্যা করা হয়েছে। তিনি আরও জানান, এ ঘটনায় পুলিশের একাধিক টিম কাজ করছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।