ঢাকা ০২:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ২৬ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

শিবগঞ্জে সাংবাদিকদের মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট সময় : ০৪:২৫:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৬ জানুয়ারী ২০২৩ ১১৫ বার পড়া হয়েছে

শিবগঞ্জে মিথ্যাচার ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের বিরুদ্ধে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা ও উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দের ব্যানারে শিবগঞ্জ ডাকবাংলো চত্বরে শিবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল হোসেনের সভাপতিত্বে ও শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি জিয়াউল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক আহসান হাবিব, মমিনুল ইসলাম বাবু, সফিকুল ইসলাম, সাখাওয়াত জামিল দোলন, টুটুল রবিউল, ইমরান আলী, শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক মামুন অর রশিদ, শিবগঞ্জ গৌড় প্রেসক্লাবের সভাপতি মাইনুল ইসলাম ও সাধারণ সম্পাদক শামসুন্নাহার সোহানাসহ অন্যরা। এছাড়া স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, প্রতিকুল অবস্থার মধ্য দিয়ে রাষ্ট্র ও সমাজের সঠিক চিত্র তুলে ধরতে গুরুত্বআরোপ করেন এবং হলুদ সাংবাদিকদের বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে সংবাদ প্রচার বন্ধের জন্য জেলা-উপজেলার সকল সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। বক্তারা আরও বলেন, আমাদের মধ্যে ঐক্যের সংকট থাকায় গত ১০ জানুয়ারী দুর্নীতিবাজ শিবগঞ্জ সাব রেজিস্ট্রারকে ভুক্তভোগীরা শারীরিকভাবে লাঞ্ছিত করলেও কিছু অসাধু ব্যক্তিদের যোগসাজসে মিথ্যা সংবাদ প্রচার করে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াতকে বিভিন্ন যড়যন্ত্রের মাধ্যমে হয়রানি ও হেনেস্তা করার চেষ্টা করছে।

এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সুষ্ঠ তদন্তপূর্বক দুর্নীতিবাজ শিবগঞ্জ সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি অবিলম্বে সাব রেজিস্ট্রারকে প্রত্যাহারের দাবি জানান বক্তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শিবগঞ্জে সাংবাদিকদের মতবিনিময় সভা

আপডেট সময় : ০৪:২৫:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৬ জানুয়ারী ২০২৩

শিবগঞ্জে মিথ্যাচার ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের বিরুদ্ধে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা ও উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দের ব্যানারে শিবগঞ্জ ডাকবাংলো চত্বরে শিবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল হোসেনের সভাপতিত্বে ও শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি জিয়াউল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক আহসান হাবিব, মমিনুল ইসলাম বাবু, সফিকুল ইসলাম, সাখাওয়াত জামিল দোলন, টুটুল রবিউল, ইমরান আলী, শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক মামুন অর রশিদ, শিবগঞ্জ গৌড় প্রেসক্লাবের সভাপতি মাইনুল ইসলাম ও সাধারণ সম্পাদক শামসুন্নাহার সোহানাসহ অন্যরা। এছাড়া স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, প্রতিকুল অবস্থার মধ্য দিয়ে রাষ্ট্র ও সমাজের সঠিক চিত্র তুলে ধরতে গুরুত্বআরোপ করেন এবং হলুদ সাংবাদিকদের বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে সংবাদ প্রচার বন্ধের জন্য জেলা-উপজেলার সকল সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। বক্তারা আরও বলেন, আমাদের মধ্যে ঐক্যের সংকট থাকায় গত ১০ জানুয়ারী দুর্নীতিবাজ শিবগঞ্জ সাব রেজিস্ট্রারকে ভুক্তভোগীরা শারীরিকভাবে লাঞ্ছিত করলেও কিছু অসাধু ব্যক্তিদের যোগসাজসে মিথ্যা সংবাদ প্রচার করে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াতকে বিভিন্ন যড়যন্ত্রের মাধ্যমে হয়রানি ও হেনেস্তা করার চেষ্টা করছে।

এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সুষ্ঠ তদন্তপূর্বক দুর্নীতিবাজ শিবগঞ্জ সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি অবিলম্বে সাব রেজিস্ট্রারকে প্রত্যাহারের দাবি জানান বক্তারা।