লালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত-১,আহত-১
- আপডেট সময় : ০৭:৫৪:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২৫ নভেম্বর ২০২৩ ৯৬ বার পড়া হয়েছে
নাটোরের লালপুর উপজেলার ২নং ঈশ্বরদী ইউনিয়নের পালিদেহা এলাকায় রাস্তা পারাপারের সময় মোটরসাইকেল ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দু্ল গফুর(৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন,এবং মোটরসাইকেল আরোহী শিহাব(২০)নামের এক যুবককে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
শুক্রবার(২৪শে নভেম্বর-২৩)বিকাল পৌনে ৩ টার দিকে পালিদেহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল গফুর ঈশ্বরদীর আরামবাড়িয়া এলাকার মৃত হারেজ প্রামানিকের ছেলে এবং আহত শিহাব পুঠিয়া উপজেলার নামাজগ্রাম-বানেশ্বর এলাকার ওসমান গণির ছেলে বলে জানা গেছে।
প্রতক্ষদর্শীরা জানায়, আব্দুল গফুর বাই সাইকেল নিয়ে রাস্তা পারাপারের সময় লালপুর হতে ঈশ্বরদীগামী একটি দ্রুতগামী মোটরসাইকেল বাইসাইকেলটিকে ধাক্কা দিলে উভয়-ই আহত হন।পরে তাদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল গফুরকে মৃত ঘোষণা করেন এবং শিহাবকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
বিষয়টি নিশ্চিত করে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)উজ্জ্বল হোসেন বলেন,দূ্র্ঘটনা কবলিত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।এ বিষয়ে সড়ক আইনে ব্যবস্থা নেওয়া হবে।