ঢাকা ০২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

লালপুরে পাখি শিকারে নিষেধ করায় এয়ারগান দিয়ে যুবককে গুলি

নাটোর প্রতিবেদক //
  • আপডেট সময় : ১০:৫৯:১৭ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫ ২৫ বার পড়া হয়েছে

নাটোরের লালপুরে পাখি শিকারে নিষেধ করায় পাখি শিকারে ব্যবহৃত এয়ারগান দিয়ে রিপন কাজী নামে এক যুবককে গুলি করে আহত করেছে পাখি শিকারি। রোববার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের কলসনগর কাজীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পাখি শিকারির গুলিতে আহত রিপন কাজী ওই গ্রামের বাসিন্দা। এ ঘটনায় তিন পাখি শিকারিকে আটক, পাখি শিকারের কাজে ব্যবহৃত একটি এয়ারগান ও একটি মোটরসাইকেল জব্দ করেছে থানা পুলিশ।
এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল রোববার সকালে দুয়ারিয়া ইউনিয়নের কলসনগর কাজীপাড়া গ্রামে রিপন কাজীর বাড়ির সামনে এয়ারগান দিয়ে পাখি শিকার করছিলেন ভবানীপুর গ্রামের জাহিদ (২৫), সামাউন (৩০) ও আশরাফুল (৩২) নামের এই তিনজন যুবক। এসময় রিপন তাদের পাখি শিকার করতে নিষেধ করেন। এ নিয়ে রিপন কাজীর সাথে ওই তিনি পাখি শিকারির কথা কাটকাটি হয়। একপর্যায়ে পাখি শিকারি জাহিদ তার হাতে থাকা এয়ারগান দিয়ে রিপনের পেটে গুলি করেন। এতে আহত হয় রিপন কাজী। পরে স্থানীয় লোকজন এসে আহত অবস্থায় রিপনকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
এসময় স্থানীয় লোকজন ঘটনাস্থলেই জাহিদ, সামাউন ও আশরাফুলকে পিটুনি দিয়ে আটক করে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের একটি মোটরসাইকেল ও একটি এয়ারগানসহ আটক করে থানায় নিয়ে যায়।
লালপুর থানার (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তিন পাখি শিকারিকে আটক করে থানায় আনা হয়েছে। তারা প্রকৃত পাখি শিকারি। এ ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় মামলা প্রক্রীয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

লালপুরে পাখি শিকারে নিষেধ করায় এয়ারগান দিয়ে যুবককে গুলি

আপডেট সময় : ১০:৫৯:১৭ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫

নাটোরের লালপুরে পাখি শিকারে নিষেধ করায় পাখি শিকারে ব্যবহৃত এয়ারগান দিয়ে রিপন কাজী নামে এক যুবককে গুলি করে আহত করেছে পাখি শিকারি। রোববার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের কলসনগর কাজীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পাখি শিকারির গুলিতে আহত রিপন কাজী ওই গ্রামের বাসিন্দা। এ ঘটনায় তিন পাখি শিকারিকে আটক, পাখি শিকারের কাজে ব্যবহৃত একটি এয়ারগান ও একটি মোটরসাইকেল জব্দ করেছে থানা পুলিশ।
এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল রোববার সকালে দুয়ারিয়া ইউনিয়নের কলসনগর কাজীপাড়া গ্রামে রিপন কাজীর বাড়ির সামনে এয়ারগান দিয়ে পাখি শিকার করছিলেন ভবানীপুর গ্রামের জাহিদ (২৫), সামাউন (৩০) ও আশরাফুল (৩২) নামের এই তিনজন যুবক। এসময় রিপন তাদের পাখি শিকার করতে নিষেধ করেন। এ নিয়ে রিপন কাজীর সাথে ওই তিনি পাখি শিকারির কথা কাটকাটি হয়। একপর্যায়ে পাখি শিকারি জাহিদ তার হাতে থাকা এয়ারগান দিয়ে রিপনের পেটে গুলি করেন। এতে আহত হয় রিপন কাজী। পরে স্থানীয় লোকজন এসে আহত অবস্থায় রিপনকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
এসময় স্থানীয় লোকজন ঘটনাস্থলেই জাহিদ, সামাউন ও আশরাফুলকে পিটুনি দিয়ে আটক করে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের একটি মোটরসাইকেল ও একটি এয়ারগানসহ আটক করে থানায় নিয়ে যায়।
লালপুর থানার (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তিন পাখি শিকারিকে আটক করে থানায় আনা হয়েছে। তারা প্রকৃত পাখি শিকারি। এ ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় মামলা প্রক্রীয়াধীন রয়েছে।