ঢাকা ০৬:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ১৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

রাসিক নির্বাচন : তিনদিনেও মনোনয়নপত্র উত্তোলন হয়নি

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট সময় : ০৬:১৮:১২ অপরাহ্ন, শনিবার, ২৯ এপ্রিল ২০২৩ ৯১ বার পড়া হয়েছে

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনের তফশিল ঘোষণার পর মনোনয়নপত্র বিতরণ শুরু হলেও গত তিনদিনে মেয়র বা কাউন্সিলর কোনো পদে মনোনয়নপত্র উত্তোলন হয়নি। গত বৃহস্পতিবার মনোনয়নপত্র বিতরণ শুরু হলেও আজ শনিবার সন্ধ্যা পর্যন্ত কোনো পদে মনোনয়নপত্র উত্তোলন হয়নি। বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহীর অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন অফিসার হাবিবুর রহমান।

তিনি জানান, আমরা যেদিন থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু করেছি সেদিন থেকেই প্রায় ব্যাংক বন্ধ রয়েছে। কারণ মনোনয়নপত্র তোলার সাথে ব্যাংক চালান জমা দেয়ার বিষয়টি জড়িত। তাছাড়া দুদিন শুক্র ও শনিবার ছিল ছুটির দিন। যার কারণে প্রার্থীরা মনোনয়নপত্র উত্তোলন করতে পারেননি। তিনি বলেন, আগামীকাল রোববার থেকে মনোনয়নপত্র উত্তোলন শুরু হবে এমনটা ধারণা করা হচ্ছে।
এবার রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে ৩ লাখ ৫২ হাজার ১৫৭ জন ভোটার ভোট দিবেন। এরমধ্যে নতুন ভোটার ৩০ হাজার ১৫৭ জন। তারমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭১ হাজার ১৮৫ জন এবং নারী ১ লাখ ৮০ হাজার ৯৭২ জন। এর মধ্যে ৩০ হাজার ১৫৭ জন তরুণ-তরুণী প্রথম ভোট দিবেন। গত বছর ভোটার সংখ্যা ছিলো ৩ লাখ ২২ হাজার।

এবার সম্ভাব্য ১৫২ টি ভোটকেন্দ্রের ১১৭৩ টি কক্ষে ইভিএমে নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ২১ মে নমিনেশন দেয়া শুরু হবে। ২৩ মে মনোনয়ন দাখিলের শেষ সময়। এছাড়া ২ জুন প্রতীক বরাদ্দ দেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাসিক নির্বাচন : তিনদিনেও মনোনয়নপত্র উত্তোলন হয়নি

আপডেট সময় : ০৬:১৮:১২ অপরাহ্ন, শনিবার, ২৯ এপ্রিল ২০২৩

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনের তফশিল ঘোষণার পর মনোনয়নপত্র বিতরণ শুরু হলেও গত তিনদিনে মেয়র বা কাউন্সিলর কোনো পদে মনোনয়নপত্র উত্তোলন হয়নি। গত বৃহস্পতিবার মনোনয়নপত্র বিতরণ শুরু হলেও আজ শনিবার সন্ধ্যা পর্যন্ত কোনো পদে মনোনয়নপত্র উত্তোলন হয়নি। বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহীর অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন অফিসার হাবিবুর রহমান।

তিনি জানান, আমরা যেদিন থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু করেছি সেদিন থেকেই প্রায় ব্যাংক বন্ধ রয়েছে। কারণ মনোনয়নপত্র তোলার সাথে ব্যাংক চালান জমা দেয়ার বিষয়টি জড়িত। তাছাড়া দুদিন শুক্র ও শনিবার ছিল ছুটির দিন। যার কারণে প্রার্থীরা মনোনয়নপত্র উত্তোলন করতে পারেননি। তিনি বলেন, আগামীকাল রোববার থেকে মনোনয়নপত্র উত্তোলন শুরু হবে এমনটা ধারণা করা হচ্ছে।
এবার রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে ৩ লাখ ৫২ হাজার ১৫৭ জন ভোটার ভোট দিবেন। এরমধ্যে নতুন ভোটার ৩০ হাজার ১৫৭ জন। তারমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭১ হাজার ১৮৫ জন এবং নারী ১ লাখ ৮০ হাজার ৯৭২ জন। এর মধ্যে ৩০ হাজার ১৫৭ জন তরুণ-তরুণী প্রথম ভোট দিবেন। গত বছর ভোটার সংখ্যা ছিলো ৩ লাখ ২২ হাজার।

এবার সম্ভাব্য ১৫২ টি ভোটকেন্দ্রের ১১৭৩ টি কক্ষে ইভিএমে নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ২১ মে নমিনেশন দেয়া শুরু হবে। ২৩ মে মনোনয়ন দাখিলের শেষ সময়। এছাড়া ২ জুন প্রতীক বরাদ্দ দেয়া হবে।