রাজশাহীতে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

- আপডেট সময় : ০১:৪৮:০৩ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪ ৬৮ বার পড়া হয়েছে
রাজশাহীতে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে সকালে সরকারি,আধাসরকারি,স্বায়ত্তশাসিত এবং বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী কলেজে বঙ্গবন্ধু চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী কাজী আব্দুল ওয়াদুদ দারা।
এরপর বেলা ১১টায় সিএন্ডবি মোড়ে বঙ্গবন্ধুর ম্যুরালে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন কাউন্সিলরবৃন্দ। এ সময় রাসিকের কাউন্সিলরবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীরা পৃথক পৃথক ভাবে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া ও মোনাজাত করা হয়।
এর আগে সকালে জেলা প্রশাসন ও রাজশাহী মহানগর আওয়ামী লীগ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে।
দিবসটি উপলক্ষে রাজশাহীতে বিভিন্ন প্রতিষ্ঠানে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগীতা এবং রচনা প্রতিযোগীতার আয়োজন করা হয়।তবে রমজান মাস উপলক্ষ্যে আয়োজন কিছুটা সীমিত ছিলো। আওয়ামী লীগের আয়োজনে রাজশাহীর বিভিন্ন জায়গায় দোয়া মাহফিল শেষে রোজাদারদের জন্য ইফতারের আয়োজন করা হবে।