ঢাকা ০৮:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কৃষি ক্ষেত্রে বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশনের অনন্য অবদান রয়েছে : শরীফ উদ্দিন চাঁপাইনবাবগঞ্জে হঠাৎ করেই চালের বাজার অস্থির, কেজিপ্রতি দাম বেড়েছে ৮ টাকা দুর্গাপুর সীমান্ত দিয়ে আরও ২১ জনকে বাংলাদেশে পুশইন রাজস্ব আদায় কার্যক্রমে মনোযোগ দেওয়ার নির্দেশ এনবিআর চেয়ারম্যানের পুরো সংসদীয় আসনের ভোট বাতিলের ক্ষমতা চায় ইসি একযোগে ১৮ বিচারককে অবসরে পাঠাল সরকার শ্রীলঙ্কার বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ বাংলাদেশি-রোহিঙ্গা সন্দেহে ভারতে ৪৪৪ জনকে আটক সোহরাওয়ার্দীর সমাবেশ বাস্তবায়নে ডিএমপির সহযোগিতা চেয়েছে জামায়াত নির্বাচনের প্রস্তুতির নির্দেশ, প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ ফখরুলের

পরিবেশের ভারসাম্য রক্ষায়

রাজশাহীতে ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

সোহরাব হোসনে সৌরভ, রাজশাহী //
  • আপডেট সময় : ০৩:০৫:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫ ৩৫ বার পড়া হয়েছে

পরিবেশের ভারসাম্য রক্ষার্থে এবং বাসযোগ্য পৃথিবী গড়তে রাজশাহীতে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে গ্র্যাজুয়েট নার্স ও স্টুডেন্ট নার্সদের নিয়ে গঠিত অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘ব্রাইট লাইফ ভলান্টিয়ার্স’। মঙ্গলবার (২৪ জুন) বেলা ১১টায় নগরীর সপুরা গোরস্থানে আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে সংগঠনটি এ কর্মসূচি শুরু করে।

বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ ‍ও স্থানীয়দের বৃক্ষ উপহার দিয়ে কর্মসূচি উদ্বোধন করেন। কর্মসূচিতে সভাপতিত্ব করেন ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আমানুল্লাহ আমান। এদিন মেহগনি, আম, কাঁঠাল, পেয়ারা, নীম, জলপাই, তেঁতুল, খেজুরসহ বিভিন্ন প্রজাতির ৫০০টি গাছ রোপণ ও স্থানীয়দের বৃক্ষ উপহার দেয় সংগঠনটি।

এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল বলেন, ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের প্রশংসনীয় ও সময়োপযোগী এ আয়োজনকে সাধুবাদ জানাই। সকলের উচিত এভাবে বৃক্ষরোপণ করা। রাজশাহীতে গরমের সময় তাপমাত্রা ৪০-৪২ ডিগ্রির ওপরে উঠে যায়। বৃক্ষরোপণ করলে গরম কম লাগে। এছাড়া এটি সাদকায়ে জারিয়া, অনেক মহৎ একটি কাজ। তরুণরাই পারবে সবুজ ও পরিবেশবান্ধব পৃথিবী গড়তে। বৃক্ষরোপণের মধ্য দিয়ে সবুজ বাংলাদেশ গড়তে হবে। এসব কার্যক্রমে সবার সম্পৃক্ত হওয়া উচিত।

ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আমানুল্লাহ আমান বলেন, প্রথমত বৃক্ষরোপণ একটি ইবাদত; যেটি সাদকায়ে জারিয়া অর্থাৎ মৃত্যুর পরও সওয়াব পাওয়া যায়। দ্বিতীয়ত পরিবেশের ভারসাম্য রক্ষা ও বাসযোগ্য পৃথিবী গড়তে বৃক্ষরোপণ অনেক ইফেক্টিভ। সেজন্য আমাদের এ ক্ষুদ্র প্রয়াস। যেভাবে পরিবেশের বিপর্যয় ঘটেই চলেছে, সম্ভবত পৃথিবীর ধ্বংস খুবই সন্নিকটে। তাই অবশ্যই সবার বৃক্ষরোপণ করা উচিত। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমরা নগরীতে এ কার্যক্রম শুরু করেছি। উপজেলাগুলোতে ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে আমাদের এ কর্মসূচি অব্যাহত থাকবে।

এদিনের কর্মসূচিতে ১৫ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য সচিব আবু জাফর আলমগীর (বাবু), সমাজসেবক নাজমুল ইসলাম, সাবেক ছাত্রদল নেতা ইশতিয়াক আহমেদ সজল, ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের সিনিয়র সদস্য মাসুম আহমেদ, মাসুদ পারভেজ, মোতাসিম বিল্লাহ মাসুম, আব্দুল হাফিজ, সাফিজুল ইসলাম, আবু শুআইব আলম সিফাত, সাব্বির রহমান ইমন, আলফা ও আবু সাইদসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পরিবেশের ভারসাম্য রক্ষায়

রাজশাহীতে ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

আপডেট সময় : ০৩:০৫:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫

পরিবেশের ভারসাম্য রক্ষার্থে এবং বাসযোগ্য পৃথিবী গড়তে রাজশাহীতে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে গ্র্যাজুয়েট নার্স ও স্টুডেন্ট নার্সদের নিয়ে গঠিত অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘ব্রাইট লাইফ ভলান্টিয়ার্স’। মঙ্গলবার (২৪ জুন) বেলা ১১টায় নগরীর সপুরা গোরস্থানে আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে সংগঠনটি এ কর্মসূচি শুরু করে।

বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ ‍ও স্থানীয়দের বৃক্ষ উপহার দিয়ে কর্মসূচি উদ্বোধন করেন। কর্মসূচিতে সভাপতিত্ব করেন ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আমানুল্লাহ আমান। এদিন মেহগনি, আম, কাঁঠাল, পেয়ারা, নীম, জলপাই, তেঁতুল, খেজুরসহ বিভিন্ন প্রজাতির ৫০০টি গাছ রোপণ ও স্থানীয়দের বৃক্ষ উপহার দেয় সংগঠনটি।

এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল বলেন, ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের প্রশংসনীয় ও সময়োপযোগী এ আয়োজনকে সাধুবাদ জানাই। সকলের উচিত এভাবে বৃক্ষরোপণ করা। রাজশাহীতে গরমের সময় তাপমাত্রা ৪০-৪২ ডিগ্রির ওপরে উঠে যায়। বৃক্ষরোপণ করলে গরম কম লাগে। এছাড়া এটি সাদকায়ে জারিয়া, অনেক মহৎ একটি কাজ। তরুণরাই পারবে সবুজ ও পরিবেশবান্ধব পৃথিবী গড়তে। বৃক্ষরোপণের মধ্য দিয়ে সবুজ বাংলাদেশ গড়তে হবে। এসব কার্যক্রমে সবার সম্পৃক্ত হওয়া উচিত।

ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আমানুল্লাহ আমান বলেন, প্রথমত বৃক্ষরোপণ একটি ইবাদত; যেটি সাদকায়ে জারিয়া অর্থাৎ মৃত্যুর পরও সওয়াব পাওয়া যায়। দ্বিতীয়ত পরিবেশের ভারসাম্য রক্ষা ও বাসযোগ্য পৃথিবী গড়তে বৃক্ষরোপণ অনেক ইফেক্টিভ। সেজন্য আমাদের এ ক্ষুদ্র প্রয়াস। যেভাবে পরিবেশের বিপর্যয় ঘটেই চলেছে, সম্ভবত পৃথিবীর ধ্বংস খুবই সন্নিকটে। তাই অবশ্যই সবার বৃক্ষরোপণ করা উচিত। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমরা নগরীতে এ কার্যক্রম শুরু করেছি। উপজেলাগুলোতে ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে আমাদের এ কর্মসূচি অব্যাহত থাকবে।

এদিনের কর্মসূচিতে ১৫ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য সচিব আবু জাফর আলমগীর (বাবু), সমাজসেবক নাজমুল ইসলাম, সাবেক ছাত্রদল নেতা ইশতিয়াক আহমেদ সজল, ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের সিনিয়র সদস্য মাসুম আহমেদ, মাসুদ পারভেজ, মোতাসিম বিল্লাহ মাসুম, আব্দুল হাফিজ, সাফিজুল ইসলাম, আবু শুআইব আলম সিফাত, সাব্বির রহমান ইমন, আলফা ও আবু সাইদসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।