রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব বেতার দিবস পালিত

- আপডেট সময় : ০১:০৭:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৩ ২৮৬ বার পড়া হয়েছে
রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব বেতার দিবস পালিত হয়েছে। বিশ্ব বেতার দিবসের এবারের প্রতিপাদ্য বেতার ও শান্তি এই শ্লোগানে সোমবার সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ বেতার রাজশাহী কেন্দ্রের উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা নগরীর কাজীহাটা থেকে শুরু হয়ে সিএন্ডবি মোড় ঘুরে রাজশাহী বেতার কেন্দ্রে এসে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রাপ্ত বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. আবদুল খালেক, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল ও বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমান বাদশা। বাংলাদেশ বেতার রাজশাহীর আঞ্চলিক পরিচালক হাসান আকতারের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন আঞ্চলিক প্রকৌশলী ফারজানা আফরোজ, আঞ্চলিক বার্তা নিয়ন্ত্রক উম্মে কুলসুম প্রমুখ।