রাজশাহীতে নেশার টাকা না পেয়ে এক ব্যক্তি তার স্ত্রীকে লাথি মেরে তিনতলা থেকে ফেলে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার বিকেলে নগরীর পাঠানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত অবস্থায় টপি বেগম (৩০) নামের এই গৃহবধূকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর শারীরীক অবস্থা আশঙ্কাজনক।
ঘটনার পর থেকে তাঁর স্বামী মো. অনিক পলাতক। নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দী এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অনিক নেশাগ্রস্ত। মাঝে মাঝেই নেশার টাকার জন্য সে স্ত্রীর সঙ্গে ঝামেলা করতো। দুপুর ৩টার দিকে কথা কাটাকাটির একপর্যায়ে সে তার স্ত্রীকে লাথি মেরে তিনতলা থেকে ফেলে দিয়েছে।
এরপর স্থানীয়রা চিকিৎসার জন্য টপি বেগমকে রামেক হাসপাতালে নিয়ে যান। ঘটনার খবর পেয়েই পুলিশ পাঠানো হয়েছে। এ নিয়ে এখনও কোন অভিযোগ থানায় আসেনি। তারপরও পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে আটকের চেষ্টা করছে। টপির অবস্থা খুব একটা ভাল না। স্বজনেরা চাইলে এ নিয়ে মামলা করতে পারবেন।
রামেক হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. মাহমুদুল হাসান ফিরোজ জানান, টপির কোমরে প্রচণ্ড ব্যাথা আছে। ভেতরে ক্ষতও থাকতে পারে। ওপর থেকে পড়ে যাওয়ার কারণে হাড় ভেঙে গেছে কি না সেটি এক্স-রে করার পরে বলা যাবে। রোগীকে হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করানো হয়েছে। সেখানে তাঁর চিকিৎসা চলছে।