রাজশাহীতে আওয়ামী লীগের জনসভা চলেছ
- আপডেট সময় : ০৮:২০:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩ ৯০ বার পড়া হয়েছে
রাজশাহীতে আওয়ামী লীগের জনসভা শুরু হয়েছে। চলছে আওয়ামী লীগের নেতৃবৃন্দ বক্তব্য। আজ রোববার বেলা ১১টা ৫০ মিনিটে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের জনসভা শুরু হয়।
রাজশাহীর এই জনসভায় প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা।
জনসভায় সভাপতিত্ব করছেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা মো. আলী কামাল। সঞ্চালনা করছেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ দারা।
সভার শুরুতে পবিত্র কোরআন ছাড়াও পবিত্র গ্রন্থ পাঠের মধ্যে দিয়ে শুরু হয়। পরে জনসভার মূল মঞ্চের পাশে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। এতে দেশাত্মবোধক গান পরিবেশন করেন শিল্পীরা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেলা ৩টায় সমাবেশের মূল মঞ্চে আসার কথা রয়েছে। তিনি প্রধান অতিথির ভাষণ দেবেন। তবে দুপুরে সমাবেশ শুরু হলেও এর আগেই নেতা-কর্মীদের উপস্থিতিতে রাজশাহীর মাদ্রাসা মাঠ ও এর আশেপাশের এলাকা পূর্ণ হয়ে গেছে।
জনসভা ঘিরে কঠোর নিরাপত্তা নেওয়া হয়েছে। বিভিন্ন মোড়ে মোড়ে এবং জনসভা প্রাঙ্গণ ও আশপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আছেন। সমাবেশে আসা ব্যক্তিদের নিরাপত্তা ফটকের ভেতর দিয়ে মাঠে প্রবেশ করতে হয়েছে।
মঞ্চে উপস্থিত আছেন আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এইচ এম খারুজ্জামান লিটন, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, রাজশাহী ৩ আসনের এমপি আয়েন উদ্দিন প্রমুখ।