ময়মনসিংহে প্রতারক চক্রের ৫সদস্য গ্রেফতার

- আপডেট সময় : ০৫:০৭:৪১ অপরাহ্ন, শনিবার, ৬ মে ২০২৩ ১২৭ বার পড়া হয়েছে
ময়মনসিংহে প্রতারক চক্রের ৫সদস্যকে গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানার পুলি। শুক্রবার ৫মে বিকালে ৫টা ৪৫ মিনিটের সময় গগরীর চর কালিবাড়ী এলাকার ঝাউগড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে মুক্তাগাছা উপজেলার শৈলচাপড়া এলাকার মোঃ রজব আলীর পুত্র নকল স্বর্ণের বার সাদৃশ্য দিয়া মোঃ সেলিম (৪৫), এর সাথে প্রতারনা করার সময় গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী মডেল থানার এসআই(নিঃ) মোঃ মনিরুজ্জামান ও এসআই(নিঃ)মাসুদ জামালীর নেতৃত্বে সংগীয় ফোর্স সহ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা হলেন শম্ভুগঞ্জ রঘুরামপুরের বারেক এর পুত্র হামিদ (৩২), পাটগ্রাম এলাকার মৃত আলী হোসেন এর পুত্র বাদশা (২৫), চর কালীবাড়ি এলাকার খলিল হোসেন এর পুত্র রাসেল মিয়া(৩২),চর হরিপুর এলাকার মৃত জীবন মিয়ার পুত্র বাদল চৌহান (৫৩),তারাকান্দার হরিপুর টানপাড়ার মৃত নাজিম উদ্দীন এর পুত্র স্বপন (৩০),। কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান-
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে। তারা দীর্ঘদিন যাবত নকল স্বর্ণের বার দিয়া মানুষের সাথে প্রতারনা করিয়া আসিতেছে বলেও জানান তিনি।