মোহনপুরে সড়ক-দুর্ঘটনা কমাতে সদর সার্কেল হেলেনার অভিযান
- আপডেট সময় : ১১:৩৭:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪ ১১ বার পড়া হয়েছে
রাজশাহীর মোহনপুর উপজেলা সড়ক-দুর্ঘটনা নিয়ন্ত্রণে ও প্রাণহানি কমাতে অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) হেলেনা আক্তার চেকপোস্টের মাধ্যমে অভিযান পরিচালনা করেছেন। রাজশাহী-টু নওগাঁ আঞ্চলিক মহাসড়ক জুড়ে এ অভিযানটি করেন।
মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নানের সার্বিক সহযোগিতায় অভিযানটি পরিচালিত হয়েছে। আঞ্চলিক মহাসড়ক জুড়ে সম্প্রতি কয়েক দিন হলো প্রায় ৮ জনের মত সড়ক- দূর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেছে। এতে গ্রাম-গঞ্জে-উপজেলা ও জেলা সহ সারা দেশব্যাপি খবর ছড়িয়েছে। জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশ হলে প্রশাসনের নড়েরেচরে বসেন।
সড়ক দূর্ঘটনা রোধে সদর সার্কেল থানা ও ট্রাফিক বিভাগের সমন্বয়ে অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান শুরু করেন। যানবাহন আটকসহ চালকের বিরুদ্ধে হয়েছে মামলা। এদের মধ্যে যে সকল গাড়ির কাগজ পত্র সঠিক পেয়েছেন সে সকল চালকদের হাতে রজনী গন্ধা ফুলের স্টিক দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন সদর সার্কেল।
তিনি বলেন অবৈধ যানবাহনের বিরুদ্ধে নিয়মিত অভিযান সহ সড়ক দুর্ঘটনা রোধে কঠোর শাস্তি সম্বলিত আইন প্রণয়ন জরুরী নির্দেশ প্রশাসনের অব্যাহত থাকবে।সঠিক নেতৃত্ব সড়কে সম্প্রতিবিষয় গুলোকে গুরুত্বসহকারে দেখার জন্য উপজেলা প্রশাসন কে কড়া নির্দেশ দেন।
এ সময় উপস্থিত ছিলেন আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ চেকপোস্টে মোহনপুর উপজেলা ট্রাফিক জোন ইনচার্জ (টিআই) রবিউল ইসলাম, এএসআই আশরাফ আলী, টিএএসআই বাবলুর রশিদ, টিএএসআই সোহেল রানা, টিএএসআই হেলাল উদ্দিনসহ ট্রাফিক বিভাগ ও থানার পুলিশ সদস্যরা।