মোহনপুরে বিনামূল্যে কৃষকদের মাঝে ছাড় ও বীজ বিতরণ শুভ উদ্বোধন
- আপডেট সময় : ১১:২২:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪ ১৩ বার পড়া হয়েছে
অরাজশাহীর মোহনপুর উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচি আওতায় কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার ০৬( নভেম্বর) সকাল ১০:৪৫ মি: উপজেলা চত্বরে উদ্বোধন টি হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা কৃষি অফিসার কামরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আয়শা সিদ্দিকা।
এ সময় উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাননান, উপজেলা প্রকল্প কর্মকর্তা (পিআইও) তারিকুল ইসলাম,উপজেলা আনসার ব্যাটালিয়ন অফিসার রাজিব উদ্দিন,উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা: খন্দকার সাগর আহমেদ,উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ অফিসার নুরুন্নবী সহ প্রমূখ।
কৃষি আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করেন বিভিন্ন ইউনিয়নের কৃষকদের সহায়তার লক্ষ্যে প্রায় ৩ হাজার কৃষকের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচি আওতায় রবি/ ২০২৪ -২৫ মৌসুমে গম,ভূট্রা,সরিষা,শীতকালীন পেঁয়াজ, মসুর,খেসারী ও অড়হরপ্রান্তিক ও ক্ষুদ্র কৃষককে বিনা মূল্যে প্রণোদনা দিচ্ছে সরকার। কৃষি বিভাগ ঘোষিত প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির মাধ্যমে কৃষকদের মধ্যে বিনা মূল্যে সার ও বীজসহায়তা দেওয়া হচ্ছে। প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকেরা ফসলের উৎপাদন যাতে ব্যাহত না হয় এবং কৃষকেরা নিরবচ্ছিন্নভাবে চাষাবাদ চালিয়ে যেতে পারেন, এ জন্য কৃষি বিভাগ কৃষকদের মধ্যে বিনা মূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রম শুরু করেছে।