মোহনপুরে বসন্তকেদার উচ্চ বিদ্যালয়ের অভিভাবকদের নিয়ে আলোচনা সভা
- আপডেট সময় : ১০:৫৮:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪ ১৮ বার পড়া হয়েছে
রাজশাহী মোহনপুর উপজেলা বসন্তকেদার উচ্চ বিদ্যালয়ের ছাত্র /ছাত্রী অভিভাবকদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার ৬ (নভেম্বর) বেলা ১১ ঘটিকার সময় বসন্তকেদার উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অএ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার ও বসন্তকেদার উচ্চ বিদ্যালয়( বর্তমান) সভাপতি আয়শা সিদ্দিকা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অএ বিদ্যালয় এর ( সাবেক) সভাপতি মঞ্জিলুর রহমান সরকার, বসন্তকেদার বালিকা বিদ্যালয় প্রধান শিক্ষক নুর এ আলম সিদ্দিকী মুকুল, বসন্ত কেদার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, মোহনপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শামসুজ্জোহা শাহীন আক্তার, মোহনপুর উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য ও বসন্তকেদার ডিগ্রী কলেজের সভাপতি মিজানুর রহমান মিলন, মোহনপুর উপজেলা বিএনপির (সাবেক) সদস্য খন্দকার বেলাল হোসেন, মৌগাছি ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বিএনপি’র সভাপতি ইউসুব আলী, ৫ নং ওয়ার্ড বিএনপি’র (সাবেক) সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম, বিএনপির (বর্তমান) সাধারণ সম্পাদক রাজিব খান, এ ছাড়াও উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের শিক্ষক কর্মচারী অভিভাবক ছাত্র/ছাত্রী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় স্বাগত বক্তব্য রাখেন অত্র বিদ্যালয় এর প্রধান শিক্ষক তিনি বলেন স্কুলের সামনের রাস্তাটি পাকা করার কথা বলেন প্রতিষ্ঠান কম্পিউটার নষ্ট সহ বিভিন্ন সমস্যাগুলো তুলে ধরেন এবং ছাত্র-ছাত্রীদেরকে ভালোভাবে লেখাপড়া করতে বলেন,তিনি আরো বলেন সপ্তাহে দুইদিন বসন্তকেদার হাট বার ছাত্র-ছাত্রীদের আসতে সমস্যা হয় রাস্তার উপরে সবজির বেচাকেনা হওয়ায় ছাত্র-ছাত্রীদের স্কুলে আসতে সমস্যা হয়।