ভোলায় স্মরণ সভায় যাওয়ার পথে বিএনপির ২ নেতা নিহত

- আপডেট সময় : ০৭:০২:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২ জুন ২০২৩ ১৩৯ বার পড়া হয়েছে
ভোলার দৌলতখানে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মুন্সি শিহাবের স্মরণ সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠানে যাওয়ার পথে মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে দুই বিএনপি নেতা নিহত হয়েছেন।
শুক্রবার (২ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে দৌলতখান উপজেলার আহম্মাদীয়া মাদরাসা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় থানায় কোনো অভিযোগ করা হয়নি। পরিবারদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত দুই বিএনপি নেতা হলেন- দৌলতখান উপজেলা দক্ষিণ জয় নগর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আলম (৩০) ও একই ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক মো. আবুল কালাম (৪০)।
ওসি জানান, গত শুক্রবার দৌলতখান উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মুন্সি শিহাব মারা যায়। সেই উপলক্ষে শুক্রবার বিকেলে উপজেলা বিএনপির পক্ষ থেকে স্মরণ সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নিহত ওই দুই বিএনপি নেতা সেই স্মরণ সভায় অংশগ্রহণের উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে খায়ের হাট বাজার থেকে রওনা হোন। পথিমধ্যে আহম্মাদীয়া মাদরাসা সংলগ্ন এলাকায় মোটরসাইকেলটির সঙ্গে ব্যাটারী চালিত একটি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আলম মারা যায়। মুমূর্ষু অবস্থায় আবুল কালামকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।