বেলপুকুরে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

- আপডেট সময় : ১০:৪০:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ এপ্রিল ২০২৩ ১১৯ বার পড়া হয়েছে
রাজশাহীর বেলপুকুর থানার ভোড়ুয়া পাড়া এলাকা থেকে এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার বেলা ১১ টার দিকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করা হয়। এ তথ্য নিশ্চিত করেন, বেলপুকুর থানার ওসি রুহুল আমিন।
জানা গেছে, পুঠিয়া উপজেলার বেলপুকুর থানা ভোড়ুয়াপাড়া এলাকায় ব্রিজের নিচে শুক্রবার বেলা সাড়ে ১০ টার দিকে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানিয়রা থানা পুলিশে খবর দেয়।
খবর পেয়ে দ্রুত বেলপুকুর থানার অফিসার ইনচার্জ রুহুল আমিনসহ পুলিশের টিম ঘটনা স্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
তবে এলাকার কেউ মরদেহের পরিচয় শনাক্ত করতে পারেনি। আরএমপি বেলপুকুর থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন জানান, ভোড়ুয়াপাড়া এলাকায় ব্রিজের নিচে অজ্ঞাত যুুবকের একটি মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়।
লাশটি উদ্ধার করে রামেক হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে প্রাথমিকভাবে মরদেহটির পরিচয় পাওয়া যায়নি বলে জানান ওসি।