বিএসএফের গুলিতে আহত বাংলাদেশির মৃত্যু
- আপডেট সময় : ০৬:৫১:১৪ অপরাহ্ন, শনিবার, ১৪ জানুয়ারী ২০২৩ ১০৯ বার পড়া হয়েছে
সুনামগঞ্জের তাহিরপুরের সীমান্তে বিএসএফের গুলিতে আহত দেলোয়ার হোসেন (২৮) নামে সেই শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।নিহত দেলোয়ার হোসেন তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের সীমান্তবর্তী গ্রাম বুরুঙ্গাছড়ার আব্দুর রশীদের ছেলে। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে তার ছোট ভাই আমির হোসেন ও তাহিরপুর থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেন।
স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে বুরুঙ্গাছড়া গ্রামের পিছনে সীমান্তবর্তী একটি কূপে গোসল করতে যায় সিরাজ মিয়ার বয়োবৃদ্ধা স্ত্রী হনুফা বেগম (৫৭)। এ সময় পার্শ্ববর্তী বিএসএফের টহল দলের সদস্যরা তাকে বেধড়ক মারধর করে আহত করে।
এতে দেলোয়ার গ্রামের বয়োবৃদ্ধা ওই নারীকে বাচাতে এগিয়ে গেলে, বিএসএফের সঙ্গে এলাকাবাসীর ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় বিএসএফ সদস্যরা দেলোয়ারকে গুলিবিদ্ধ করে ফেলে রেখে যায়।
খবর পেয়ে ২৮-বিজিবির সুনামগঞ্জের তাহিরপুরের টেকেরঘাট কোম্পানি সদরের একটি টহল দল ও ট্যাকেরঘাট পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই আরিফ ঘটনাস্থলে যাওয়ার আগেই বিএসএফ সদস্যরা ভারতীয় সীমানায় চলে যায়।
এদিকে দেলোয়ার হোসেন গুরুত্বর আহত হলে প্রথমে তাকে সুনামগঞ্জ সদর হাসপাতাল নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে বিকালে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকালে তার মৃত্যু হয়।
বিজিবির সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) থেকে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেলোয়ার হোসেন গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় শনিবার তাহিরপুর উপজেলাধীন টেকেরঘাট বিওপির সীমান্ত মেইন পিলার ১১৯৯-এর নিকটবর্তী বড়ছড়া এলসি পয়েন্টে বিজিবি ও বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
পতাকা বৈঠকে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুবুর রহমান ও বিএসএফের শিলং ১৯৩ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট শ্রী মাধভেন্দার সিং উপস্থিত ছিলেন।
পতাকা বৈঠকে বিএসএফের গুলিতে দেলোয়ার হোসেন গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি তদন্তের জন্য আলোচনা করা হয়। এতে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বিএসএফকে অনুরোধও জানান সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক।