বিএফডিসির নতুন ব্যবস্থাপনা পরিচালক ফারাহ শাম্মী

- আপডেট সময় : ১০:৪১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪ ২১০ বার পড়া হয়েছে
বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বেও এলো নতুন মুখ। ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগ দিয়েছেন ফারাহ শাম্মী। সংবাদমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন বিএফডিসির জনসংযোগ কর্মকর্তা জাকির হোসাইন।
তিনি বলেন, বর্তমানে তথ্য মন্ত্রণালয়ের প্রশাসনিক দায়িত্বে আছেন তিনি। অতিরিক্ত দায়িত্ব হিসেবে তাকে এফডিসিতে দেওয়া হয়েছে।
ফারাহ শাম্মীর আগে ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছিলেন দিলীপ কুমার বণিক। সাবেক এমডি সরকার পতনের পর গত ৭ আগস্টে সাবেক এমডি নুজহাত ইয়াসমিনের স্থলাভিষিক্ত হয়েছিলেন তিনি।
বলে রাখা ভালো সাবেক এমডি নুজহাত ইয়াসমিনের ওপর বিএফডিসির কর্মচারীরা এবং চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৭টি সংগঠনই ক্ষুব্ধ। বিভিন্ন সময় তার বিরুদ্ধে করেছে আন্দোলন। কেননা অনিয়মের অভিযোগে জর্জরিত ছিলেন নুজহাত ইয়াসমিন। তবে কোনো কারণেই সরানো যাচ্ছিল না তাকে। সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গেই দায়িত্ব থেকে তাকে বিদায় করা হয়।