বাগমারায় ধর্ষণ মামলায় স্কুল কমিটির সভাপতি গ্রেফতার
- আপডেট সময় : ০৪:৫১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০২৩ ৬৫ বার পড়া হয়েছে
রাজশাহীরবাগমারায় ধর্ষণের অভিযোগে স্কুল কমিটির সভাপতি ও ওয়ার্ড আওয়ামীলীগের সহসভাপতিতে গ্রেফতার করেছে বাগমারা থানা পুলিশ। এই ঘটনায় থানায় এমটি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে এবং ধর্ষিতা ওই নারীকে ধর্ষণের আলামত পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার(ওসিসি)তে প্রেরণ করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার চাঁনপাড়া মহল্লাধীন শহীদ সেকেন্দার মেমোরিয়াল আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও চাঁনপাড়া ওয়ার্ড আওয়ামীলীগের সহসভাপতি মাইনুল ইসলাম (৪০) একই মহল্লার হটাৎপাড়া এলাকার এক স্বামী পরিত্যাক্তা এক সন্তানের জননী এক নারীর(৩০) সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ে। মাইনুল ওই নারীকে বিবাহের প্রলোভন দিয়ে দীর্ঘদিন ধরে মেলামেলা করতে থাকে। রবিবার রাত দশটার দিকে মাইনুল ওই নারীর ঘরে প্রবেশ করলে ওই নারী মাইনুলকে বিয়ের জন্য চাপ দিতে থাকে। এ সময় উভয়ের বাকবিতণ্ডা ও ধস্তাধস্তির বিষয়টি প্রতিবেশি ও পথচারীরা টের পায়। পরে সেখানে ব্যাপক লোকসমাগম হলে পুলিশে খবর দেওয়া হয়। পরে ঘন্টাখানেকের মধ্যে পুশিল এসে উভয়কে থানায় নিয়ে যায়। পরদিনে সোমবার ওই নারী বাদী হয়ে মাইনুলের বিরেুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করলে পুলিশ মাইনুল কে গ্রেফতার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করে। চাঁনপাড়া ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এর আগেও মাইনুলের সাথে ওই নারীর পরকীয়া জনিত কারণে একাধিকবার দেনদরবার করা হলেও তাতেই সংশোধন হয়নি মাইনুল। বাগমারা থানার অফিসার ইনচার্জ(ওসি) আমিনুল ইসলাম জানান, ধর্ষণ মামলায় গ্রেফতার দেখিয়ে মাইনুলকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং ভিকটিমের ধর্ষণের আলামত পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টফ ক্রাইসিস সেন্টার(ওসিসি)তে প্রেরণ করা হয়েছে।