বাগমারায় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জনসমাবেশ
- আপডেট সময় : ১১:৫৬:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪ ৭ বার পড়া হয়েছে
রাজশাহীর বাগমারায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জনসমাবেশে অনুষ্ঠিত হয়েছে ।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর ) বিকেলে উপজেলা বিএনপির অঙ্গসংগঠন যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের আয়োজনে হেলিপ্যাড মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। দুপুর পর থেকেই ভবানীগঞ্জ ও তাহেরপুর থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে আসতে থাকেন নেতাকর্মীরা।
ভবানীগঞ্জ পৌরসভা যুবদলের আহ্বায়ক শাহীনুর ইসলাম শাহীনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন রাজশাহী জেলা যুবদলের সদস্য সচিব রেজাউল করিম টুটুল ।
অনুষ্ঠান উদ্বোধন করেন ভবানীগঞ্জ পৌরসভা বিএনপির সাবেক সভাপতি ও ভবানীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আব্দুর রাজ্জাক । প্রধান বক্তা হিসেবে ছিলেন বাগমারা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাড. মনিরুজ্জামান রঞ্জু, বিশেষ বক্তা হিসেবে ছিলেন ভবানীগঞ্জ পৌরসভা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান বল্টু, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাগমারা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ আব্দুস সোবহান প্রাং।
এসময় বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, এই দিনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশ বহুদলীয় গণতন্ত্রের পথে যাত্রা শুরু করে। আমরা তাঁর আদর্শের সৈনিক স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় প্রতিজ্ঞাবদ্ধ ।
বক্তরা আরও বলেন, নতুন বাংলাদেশ বিনির্মানে সকলে একসাথে কাজ করতে হবে। পতিত আওয়ামী সরকারের সকল ষড়যন্ত্র রুখে দিতে তারা সবসময় সজাগ আছেন বলেও হুঁশিয়ারি দেন।
বক্তব্য শেষে দলীয় সংগীত ও বিএনপির সাংস্কৃতিক কর্মীদের নিয়ে আয়োজন করা হয় এক সাংস্কৃতিক অনুষ্ঠানের। হাজারো নেতাকর্মী শিল্পীদের সাথে কন্ঠ মিলিয়ে এসব গান উপভোগ করেন।