ফটোসাংবাদিক সেলিম জাহাঙ্গীরের পিতা আকবর আলীর মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার শোক
![](https://desherawaj.com/wp-content/themes/newspaper-pro/assets/images/reporter.jpg)
- আপডেট সময় : ০৬:৪০:২৮ অপরাহ্ন, বুধবার, ১২ এপ্রিল ২০২৩ ১৩৮ বার পড়া হয়েছে
দৈনিক জনকণ্ঠের রাজশাহীর আলোকচিত্রী, সিনিয়র ফটোসাংবাদিক সেলিম জাহাঙ্গীরের পিতা আকবর আলী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত মঙ্গলবার ১১ এপ্রিল ২০২৩ রাত ৭ টায় নগরীর ষষ্টিতলায় নিজ বাস ভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। জীবদ্দশায় তিনি বিশিষ্ট চিত্রকর ও অত্যন্ত নম্র ভদ্র প্রকৃতির মানুষ ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৬ বছর। তিনি স্ত্রী ৪ ছেলে, ৬ মেয়ে নাতি-নাতনি ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
নগরীর ষষ্টিতলা জামে মসজিদে বাদ এশা নামাজ ও তারাবির নামজের পরে জানাযার নামাজ শেষে হেতেম খাঁ কবরস্থানে তাঁকে দাফন সম্পন্ন করা হয়েছে। আকবর আলীর মৃত্যুতে বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার সভাপতি আসাদুজ্জামান আসাদ ও সাধারণ সম্পাদক সামাদ খানসহ সংগঠনের কার্যনির্বাহী পরিষদের সদস্য ও সকল সাধারণ সদস্যবৃন্দ শোক প্রকাশ করেছে। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা।