ফকিরহাটে পরিবার কল্যাণ সেবা প্রচার সপ্তাহ উপলক্ষ্যে এ্যাডভোকেসি সভা
- আপডেট সময় : ০৮:২৫:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ নভেম্বর ২০২৩ ৯২ বার পড়া হয়েছে
নিরাপদ মাতৃত্ব, পরিকল্পিত পরিবার-স্মার্ট বাংলাদেশ হোক আমাদের অঙ্গিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য এবং কৈশোরকালীন স্বাস্থ্য সেবা বিষয়ে ব্যপক জনসচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে দেশব্যাপি কর্মসুচির অংশ হিসেবে বাগেরহাটের ফকিরহাটে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ-২০২৩ উদযাপন উপলক্ষ্যে এ্যাডভোকেসি সভা আনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে বৃৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিকেল ৪টায় উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্স মিলনায়তনে অনুষ্ঠানে উপজেলা পরিবার পরিকল্পনাবিভাগের মেডিকেল অফিসার (মা, শিশু স্বাস্থ্য) ডা. মো. শাহরিয়ার শামীম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ।
এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এএসএম মফিদুল ইসলাম, অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল আলম, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মো. জাহিদুর রহমান প্রমূখ। এসময় বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী ও গনমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।