পুঠিয়ায় পিতলের তৈরী গণেশ মূর্তি উদ্ধার,গ্রেপ্তার ৪
- আপডেট সময় : ০৭:১৫:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ অগাস্ট ২০২৩ ১০৮ বার পড়া হয়েছে
রাজশাহীর পুঠিয়ায় উপজেলায় দেড় কেজি ওজনের পিতলের তৈরী একটি গণেশ মূর্তি উদ্ধার করেছে পুলিশ।(২ আগস্ট বুধবার) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে ধোপাপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা মূর্তি চোরাচালান চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃরা হলেন,পুঠিয়া উপজেলার বানেশ্বর খুটিপাড়া এলাকার গুলবার আলীর ছেলে রুমন (২৬), চিতলপুকুর এলাকার ইউসুফ আলীর ছেলে সুজন আলী (২৮),বাগমারা উপজেলার তাহেরপুর ভাবনপুর এলাকার ফজেলের ছেলে টনি (৩০), একই এলাকার সর্ণকার মৃত মোতায়েন বিল্লাহর ছেলে স্বাধীন (৩০)। এঘটনার সত্যতা নিশ্চিত করেছেন থানার উপপরির্দশক মনিরুজ্জামান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ধোপাপাড়া বাজার এলাকায় পুলিশ অভিযান চালায়। এতে মূর্তি পাচার চক্রের ৪ জনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদেরকে তল্লাসি চালিয়ে দেড় কেজি ওজনের পিতলের তৈরী একটি গণেশ মূর্তি উদ্ধার করা হয়। এছাড়া গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরন করা হয়েছে। তবে আদালতের আদেশক্রমে মূর্তিটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে বলেও তিনি জানান।