নির্বাচন কর্মকর্তা মোস্তফার বাধ্যতামূলক অবসর

- আপডেট সময় : ০৫:২৩:৪৭ অপরাহ্ন, রবিবার, ১২ মার্চ ২০২৩ ১০৮ বার পড়া হয়েছে
নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তা মোস্তফা ফারুককে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। মোস্তফা ফারুক সবশেষ ফরিদপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা হিসেবে দায়িত্বে ছিলেন।
রোববার (১২ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে ইসি সচিব জাহাঙ্গীর আলমের স্বাক্ষর করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা ৪৫ অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি হতে ফরিদপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোস্তফা ফারুককে অবসর দেওয়া হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।
মোস্তফা ফারুক ফরিদপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার দায়িত্ব দেওয়া হলেও অফিসে নিয়মিত উপস্থিত থাকতেন না। এর আগে ২০১৯ সালের সেপ্টেম্বরে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের (ইটিআই) মহাপরিচালকের পদ থেকে মোস্তফা ফারুককে তাৎক্ষণিকভাবে (স্ট্যান্ড রিলিজ) বদলি করা হয়। তাকে ওই সময় বদলি করে ফরিদপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয় ইসি।