নাটোর চিনিকলের ৪০তম আখ মাড়াই শুরু শুক্রবার
- আপডেট সময় : ১০:০৭:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩ ১০৫ বার পড়া হয়েছে
৫ হাজার ৭০০ মেট্রিকটন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে আগামীকাল থেকে নাটোর চিনিকলের ২০২৩-২৪ মৌসুমের ৪০তম আখ মাড়াই কার্যক্রম শুরু হচ্ছে। এবার ৫৪ কর্মদিবসের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে নাটোর চিনিকল।
শুক্রবার (২৪ নভেম্বর) বিকেলে নাটোর চিনিকলের কেইনে ক্রেরিয়ার ডোঙ্গায় আখ নিক্ষেপের মাধ্যমে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন করবেন বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের বিএসএফআইসি চেয়ারম্যান (গ্রেড-১) শেখ শোয়েবুল আলম।
নাটোর চিনিকল সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ৫৪ কার্যদিবসে ৭৮ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৫ হাজার ৭০০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চিনি আহরণের হার ধরা হয়েছিল ৬ দশমিক ৫০ ভাগ। নাটোর চিনিকলের ৮টি সাবজোন এলাকায় মোট ৯৭ হাজার মেট্রিক টন আখ উৎপাদন হয়েছে। প্রতি একর জমিতে আখে ফলন হয়েছে ২০ মেট্রিক টন। নাটোর চিনিকলের ৮টি সাবজোনের ৪৮ কেন্দ্রের অধীনে আখের পরিষ্কার-পরিচ্ছন্ন ও মানসম্মত আখ চিনিকলে সরবারহ জন্য প্রচার-প্রচারণা চালানো হয়। গত ২০২২-২৩ মৌসুমে ৫৪ দিনের কর্মদিবস নিয়ে আখ মাড়াইয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৮০ হাজার মেট্রিক টন। কিন্তু ৩৭ দিনের মাথায় মাত্র ৫০ হাজার ৭৩৮মে.টন আখ মাড়াই করে নাটোর চিনিকল।
মোহাম্মদ ফরিদ হোসেন ভূঁইয়া ব্যবস্থাপনা পরিচালক ঢাকা মেইলকে বলেন, আগামীকাল নাটোর চিনিকলে ২০২৩-২৪ আখ মাড়াই মৌসুম শুরু হতে যাচ্ছে। আমরা সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। চলতি মৌসুমে নাটোর চিনিকলের ৮টি সাবজোনের থেকে ৭৮ হাজার মেট্রিকটন আখ মাড়াই করে ৫৭০০ মেট্রিকটন চিনি উৎপাদনের লক্ষ্য ধরা হয়েছে।
তিনি আরও বলেন, গত এক বছরে সরকার প্রতিমণ আখ ১০০ টাকা বাড়িয়েছেন। সরকার ২০২১-২২ মৌসুমে প্রতিমণ আখ ১৪০ টাকা, ২০২২-২৩ মৌসুমে ৪০ টাকা বাড়িয়ে ১৮০ টাকা এবং ২০২৩-২৪ মাড়াই মৌসুমে ২২০ টাকা নির্ধারণ করেন। ফলে চাষিরা আখ চাষে আগ্রহ হচ্ছেন। দিনে দিনে নাটোর চিনিকল এলাকায় আখ চাষ বাড়ছে। চাষিরা তাদের ন্যার্য্য মূল্য পাচ্ছেন। সামনে মৌসুমে আখের মূল্য আরও বাড়বে বলে তিনি জানান।