নাটোরে পলিথিন ব্যাগ মজুদ করায় ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা
- আপডেট সময় : ১১:৩৮:২৪ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪ ১০ বার পড়া হয়েছে
নাটোরের বড়াইগ্রামে ২৮৭০ কেজি পলিথিন ব্যাগ মজুদ করায় অপরাধে নিরঞ্জন কুমার নামে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার বনপাড়া বাজারে অবস্থিত নিরঞ্জন সু-স্টোরের গোডাউনে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিজু তামান্না।
অভিযান সূত্রে জানা গেছে, পরিবেশ সংরক্ষণে পলিথিন ব্যাগ ব্যবহার বন্ধে সারাদেশে অভিযান চলছে। তারই ধারাবাহিকতায় নাটোরের বনপাড়া বাজারে অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় নিরঞ্জন সু-স্টোরের গোডাউন থেকে প্রায় ৪ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ২৮৭০ কেজি পলিথিন ব্যাগ উদ্ধার করা হয়েছে। পরে পলিথিন মজুদ রাখার অপরাধে মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
সিনিয়র সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট রিজু তামান্না ঢাকা মেইলকে বলেন, বর্তমানে পলিথিন ব্যবহারে নিষিদ্ধ আরোপ করা হয়েছে। সে জন্য আমরা খূচরা পর্যায়ে অভিযান না চালিয়ে যেখান থেকে পলিথিন সাপ্লাই দেওয়া হয়, সেখানে অভিযান পরিচালনা করি। নিরঞ্জন কুমার নামে এক ব্যবসায়ীর গোডাউন থেকে ২৮৭০ কেজি পলিথিন জব্দ করা হয়। পরে তা পরিবেশ অধিদফতরকে হস্তান্তর করা হয়েছে। পরিবেশ সংরক্ষণে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।