• বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ০১:২৪ পূর্বাহ্ন

নাটোরে ট্রেনে কাটা পড়ে নারীসহ নিহত ৩

নিজস্ব প্রতিবেদক : / ৯০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২

নাটোরের লালপুরেরে গোপালপুর রেলগেটে ট্রেনে কাটা পড়ে নারীসহ ৩ জনের মৃত্যু হয়েছে। রেললাইন দিয়ে পায়ে হেঁটে যাওয়ার সময় তারা রাজশাহী থেকে টুঙ্গিপাড়াগামী ধুমকেতু এক্সপ্রেসের নিচে কাটা পড়েন। শনিবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। রাজশাহী স্টেশন মাস্টার আব্দুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন উপজেলার কেশবপুর গ্রামের অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক মনতাজ উদ্দিন (৫৫), নারায়ণপুর গ্রামের ফার্নিচার ব্যবসায়ী জমির উদ্দিন (৫৩) ও একই গ্রামের মেহেদী হাসান মনতাজের স্ত্রী খাতুন (৩৫)।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার দুপর ১২টার দিকে ডবল (দুই) লইনের একটি দিয়ে মালবাহী ট্রেন যাচ্ছিল। এসময় গোপালপুর রেলক্রসিং এলাকা হয়ে অপর লাইনের মধ্যে দিয়ে হেঁটে নারায়ণপুর গ্রামের দিকে যাচ্ছিলেন তারা। এসময় ওই লাইন দিয়ে আসা রাজশাহী থেকে টুঙ্গিপাড়াগামী আন্তঃনগর ধুমকেতু এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন।
এতে ঘটনাস্থলেই মারা যান তারা তিনজন।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনোয়ারুজ্জামান জানান, বিষয়টি ঈশ্বরদী রেলওয়ে থানার পুলিশকে অবগত করা হয়েছে। খবর পাওয়ার পর তারা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ