নাটোরে ট্রেনের ধাক্কায় বারনই নদীতে পড়ে ভ্যানচালকের মৃত্যু

- আপডেট সময় : ০৪:৫৪:৩৭ অপরাহ্ন, সোমবার, ৩ জুলাই ২০২৩ ১১২ বার পড়া হয়েছে
নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার পুর্ব সোনাপাতিল এলাকায় রেলওয়ে সেতু পারহওয়ার সময় ট্রেনের ধাক্কায় বারনই নদীতে পড়ে মঈন উদ্দিন প্রামানিক মরু (৫৫) নামের এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। শনিবার বিকেল পৌনে ছয়টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মরু পুর্ব সোনাপাতিল এলাকার মৃত: আহাদ আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোবাইল ফোনের ডাটা কেবল কেনার জন্য মিরু ও আরেকজন ব্যক্তি পুর্ব সোনাপাতিল রেলওয়ে সেতু পার হচ্ছিলেন। এসময় একটি ঢাকাগামী ট্রেন বীজ্রের ওপর উঠে হর্ন বাজালে মিরুর সঙ্গে থাকা ব্যক্তি বারনই নদীর পানিতে লাফিয়ে পড়লে বেঁচে যায়। কিন্তু মরু ট্রেনের ধাক্কায় নদীর পানিতে ছিটকে পড়ে তলিয়ে যায়। স্থানীয় শত শত জনগন তাকে উদ্ধার করতে ব্যার্থ হয়ে সরকারি হটলাইন ৯৯৯ এর মাধ্যমে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের স্মরনাপন্ন হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের লিডার মো: জাকির হোসেনের নেতৃত্বে একটি ডুবুরী দল ঘটনাস্থলে পৌছে উদ্ধার কাজ শুরু করেন। খোজাখুজির এক পর্যায়ে তীব্র স্রোতের মধ্যে থেকে ডুবুরী মাইনুলের সহযোগীতায় ডুবুরী জুয়েল রানা মরুকে উদ্ধার করেন। পরে নলডাঙ্গা পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলার মো: মাহাবুবুল ইসলামের উপস্থিতিতে মরুর পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম বলেন, সন্ধ্যা সাড়ে ৭ টা ৪০ মিনিটের দিকে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরী দল এসে উদ্ধার কাজ শুরু করে। রাত ৮ টার দিকে বারনই নদীর রেলওয়ে সেতুর নিচ থেকে নিখোঁজ ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেন ডুবুরী দল। আমাদের পুলিশ ফোর্স তাদের সার্বিক সহযোগিতা করছে। সান্তাহার রেলওয়ে থানা পুলিশ কে জানানো হয়েছে।