নাটোরে ঐতিহাসিক মুজিব নগর দিবস পালিত
- আপডেট সময় : ০৬:৫২:৫১ অপরাহ্ন, সোমবার, ১৭ এপ্রিল ২০২৩ ৮৮ বার পড়া হয়েছে
নানা কর্মসূচির মধ্য দিয়ে নাটোরে ঐতিহাসিক মুজিব নগর দিবস পালিত হয়েছে । সোমবার সকাল ১০ টায় জেলা আওয়ামীলীগের কান্দিভিটাস্থ দলীয় কর্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
এই সময় উপস্থিত ছিলেন নাটোর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শরিফুল ইসলাম রমজান জেলা পরিষদের চেয়ারম্যান সাজেদুর রহমান, যুগ্ম সাধারন সম্পাদক মোর্তজা বাবলু, এ্যাডভোকেট মালেক শেখ, যুবলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক রুহুল আমিন বিপ্লব।
এই সময় বক্তারা বলেন ১৭ ই এপ্রিল বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের ইতিহাসে এক বিষ্ময়কর স্মৃতি বিজারিত দিন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে এই দিনে মেহেরপুরে বৈদ্যনাধ তলায় স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার আনুষ্ঠানিক ভাবে শপথ গ্রহন করে।
মুজিব নগর সরকারের সফল নেতৃত্বে ৯ মাসের মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালের ১৬ ই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয়ে।