দাপুনিয়ায় অসহায়দের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ভিজিএফ এর চাল বিতরণ
- আপডেট সময় : ০৭:১০:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৭ এপ্রিল ২০২৩ ৯৬ বার পড়া হয়েছে
ময়মনসিংহের সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নে গরীব অসহায় ও দুস্থ মানুষদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঈদ উপহার হিসেবে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
সোমবার সকাল ১০টায় দাপুনিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা কর্মসুচির আওতায় ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ উদ্দিন ও প্যানেল চেয়ারম্যান আনিসুর রহমান কাজলের সুষ্ঠু ব্যবস্থাপনায় অসহায় হতদরিদ্রদের মাঝে
এসব চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক রেজা। এছাড়াও সকল ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।
এ সময় চেয়ারম্যান হাফিজ জানান, ইউনিয়নের ২ হাজার ৬শত ১৪জনের মাঝে এই চাল বিতরণ করা হবে। এসব মানুষ যেন একটু স্বস্তিতে ঈদ করতে পারে এজন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে বিনামূল্যে ১০ কেজি করে চাল বিতরন করা হচ্ছে। ঈদের আগে এসব চাল পেয়ে খুশি গরিব ও অসহায় এসব মানুষেরা।
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক রেজা বলেন-জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দর্শন ছিল, দেশে কোনো মানুষ না খেয়ে থাকবে না। তার দর্শন বাস্তবায়নে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বহুমুখী সামাজিক কর্মসূচি হাতে নিয়েছেন। তারই অংশ হিসাবে জনপ্রতিনিধিদের মাধ্যমে অসহায় পরিবারের মধ্যে ঈদ উপহার হিসেবে বিনামূল্যে খাদ্য বিতরণ ও নিত্যপ্রয়োজনীয় কিছু পণ্য কম দামে বিক্রির ব্যবস্থা করেছেন তিনি।