ত্রিশালের বইলরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ভিজিএফ পেয়ে খুশী ১৬৭৫ টি পরিবার
- আপডেট সময় : ০৯:১৭:৪২ অপরাহ্ন, রবিবার, ১৬ এপ্রিল ২০২৩ ১০২ বার পড়া হয়েছে
ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার বইলর ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর -২০২৩ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে বইলর ইউনিয়নের দরিদ্র ও অসহায় জনগোষ্ঠীর প্রতি পরিবারের মাঝে বরাদ্দকৃত ১০কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
রবিবার (১৬এপ্রিল)সকালে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল কালাম মোঃ শামসুউদ্দিন ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার মশিউর রহমান শাহানশাহ ইউনিয়নের ৯টি ওয়ার্ডে সর্বমোট ১৬৭৫ জন অসহায় দুঃস্থ পরিবারের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্ভোধন করেন। উক্ত ভিজিএফ কর্মসূচীর আওতায় সুষ্ঠু ভাবে ইউনিয়নের দুস্থ প্রত্যেক কার্ডধারীকে জনপ্রতি ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়।
এসময় চাউল নিতে আসা সকলের উদ্দেশ্যে ইউনিয়নের চেয়ারম্যান খন্দকার মশিউর রহমান শাহানশাহ বলেন- আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, আমি দায়িত্বে বসার পর থেকেই সার্বক্ষণিক নানা ভাবে আপনাদের জনসেবার নিয়োজিত থাকার চেষ্টা করে যাচ্ছি । আপনাদের সেবায় আমি আগামী দিনেও নিয়োজিত রাখবো। জাতির পিতার স্বপ্নের সুখী সমৃদ্ধ সোনার বাংলার অংশ হিসেবে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বইলর ইউনিয়ন কে একটি আধুনিক এলাকা হিসাবে গড়তে আমি আপনাদের সার্বিক সহযোগীতা চাই।
এসময় উপস্হিত ছিলেন ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার উপজেলার সহকারী উপজেলা শিক্ষা অফিসার আশীষ তরফদার,ইউপি সচিব জাহাঙ্গীর আলম সহ ইউনিয়ন পরিষদের সদস্য ও স্থানীয় আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।