• বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
২০২৪ সালের মার্চে রাশিয়াতে প্রেসিডেন্ট নির্বাচন নাটোরে আড়াই লাখ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে রাজশাহী-৫ : এমপি মনসুর রহমানের প্রার্থীতা প্রত্যাহার চেয়ে আবেদন নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ও হুমকির অভিযোগে শাহরিয়ার আলমকে শোকজ ‘সংসদ নির্বাচনে বিদেশি কোনো চাপ নেই’ অবরোধের সমর্থনে তিতুমীর কলেজ ছাত্রদলের মিছিল ও পিকেটিং ‘বিএনপির মানববন্ধন থেকে আসামি গ্রেফতারে বাধা নেই’ আরও ১৫৮ ইউএনওকে বদলির অনুমোদন ইসির মোহনগঞ্জের দৌলতপুরে স্কুল শিক্ষক হাবিবুরের বিরুদ্ধে ব্যাংক জালিয়াতি প্রতারণার অভিযোগ বাংলাদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিলে প্রতিবাদ জানাবে রাশিয়া

ত্রিশালের বইলরে গরীব-অসহাদের মাঝে ইউপি চেয়ারম্যানের ইফতার বিতরণ

আরিফ রববানী , ময়মনসিংহ || / ৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩

পবিত্র রমজান মাস উপলক্ষ্যে গরিব ও দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বইলর ইউনিয়ন আওয়ামী লীগ।।

আওয়ামী লীগ সভানেত্রী ও দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী ইফতার মাহফিলের আয়োজন না করে বরং সেই টাকা দিয়ে দরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে
শনিবার (৮এপ্রিল) বিকালে উপজেলার বইলর ইউনিয়ন পরিষদ চত্বরে ইফতার পার্টির বদলে গরীব ও দুস্থদের ইফতার বিতরণের এ উদ্যোগ নেয় ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও তরুণ রাজনীতিবিধ খন্দকার মশিহুর রহমান শাহানশাহ।

এই উপলক্ষে আয়োজিত আয়োজিত এক অনুষ্ঠানে ইফতার বিতরণ পুর্বে সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম শামসুদ্দিন বলেন, শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে যেমন বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, দেশ তার নেতৃত্বে থাকলে ভবিষ্যতেও আমরা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারব।

এতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার মশিহুর রহমান শাহানশাহ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশানুযায়ী ইফতার পার্টির বদলে গরীব ও দুস্থদের ইফতার বিতরণের এ উদ্যোগ নেওয়া হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেত্বত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, দেশ তার নেতৃত্বে থাকলে ভবিষ্যতেও আমরা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারব। তিনি বলেন-আমরা ইফতারের আয়োজন না করে পার্টির পক্ষ থেকে, যারা কষ্টে আছেন, যারা গরীর মানুষ তাদের হাতে খাবার তুলে দেব।

এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম শামসুদ্দিন আরো বলেন, ‘পবিত্র রমজান মাসকে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনগুলো কোনো ইফতার মাহফিলের আয়োজন করবেন না। আমাদের নেত্রী নির্দেশ দিয়েছেন। সেই টাকা দিয়ে দরিদ্র মানুষের মাঝে ইফতারসামগ্রী বিতরণ করবেন।’

এসময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক আশরাফুল ইসলাম মন্ডল,ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি গোলাম মুস্তফা,কৃষক লীগ নেতা শাহাদাত হোসেন বাবুলসহ ইউনিয়ন আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং ইউনিয়ন পরিষদের সদস্যগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ