তানোরে ২ টি ধারালো হাসুয়াসহ ২ যুবক গ্রেপ্তার

- আপডেট সময় : ০২:২২:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩ ৩২৫ বার পড়া হয়েছে
রাজশাহীর তানোরে দেশীয় তৈরি ২ টি ধারালো হাসুয়া (দেশীয় অস্ত্রসহ) ২ যুবককে গ্রেপ্তার করেছে তানোর থানা পুলিশ। গ্রেপ্তাকৃতরা হলেন, তানোর উপজেলার তানোর পৌর এলাকার গুবিরপাড়া মহল্লার শরিফুল ইসলামের পুত্র আরিফুজ্জামান রনি (২৮) ও একই উপজেলার হিরানন্দপুর গ্রামের মৃত মতিউর কবিরাজের পুত্র আরিফ কবিরাজ (২৬)। তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন, বুধবার দিবাগত রাত ১১টার দিকে জরুরী সেবা ৯৯৯ নাম্বারে ফোন করে জৈনক ব্যক্তি জানান যে ২ যুবক ২ টি ধারালো হাসিয়া নিয়ে ব্রিজের উপর মহড়া দিচ্ছে। এমন খবরে তৎক্ষনাৎ সেখানে অভিযান চালিয়ে ২ টি ধারালো হাসিয়াসহ তানোর বিল কুমারী বিলের উপর নির্মিত ব্রিজের পশ্চিমে হিয়ারিং রাস্তা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। তিনি বলেন, এঘটনায় তানোর থানায় The Arms Act, 1878; 19(f) ধারায় কটি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তাকৃতদের পুলিশ স্কটের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।