মোটরসাইকেল ভাঙচুর
তানোরে সীমানা পিলার পুতা নিয়ে দ্বন্দ্বের জেরে মারপিটে ৪ জন আহত

- আপডেট সময় : ১১:২১:১১ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫ ৪৭ বার পড়া হয়েছে
রাজশাহীর তানোর উপজেলার কামারগাঁ ইউপির মাড়িয়া গ্রামে গতকাল শুক্রবার আনুমানিক দুপুর ১২টার সময় বাড়ির সামনের জায়গার সীমানা পিলার পোঁতা নিয়ে দ্বন্দ্বের জেরে গ্রামের প্রভাবশালী প্রতিপক্ষর হামলায় মটরসাইকেল ভাংচুর ও মারপিটে একই পরিবারের নারীসহ ৪ জন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এবং একটি মোটরসাইকেল ভাঙচুর করেছেন।
আহতরা হলেন কামারগাঁ ইউনিয়ন মাড়িয়া গ্রামের মোহাম্মদ রাজু (২৬ )মিজানুর রহমান (৩৩ )রোকসানা খাতুন (২৩ )হাফিজা (২০ )
এদেরকে মারধর করেছেন একই এলাকার আতাউর রহমান (৫৫ )আপেল (৩৪ )ডালিম (২৪) জিয়াউর, আসাদুর সহ আরো অনেকে বলে অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে মিজানুর রহমান বাদী হয়ে তানোর থানায় ১২ জন সহ আরো অজ্ঞাত ৫-৭ জনকে আসামি করে একটি এজাহার দায়ের করেন। এজাহার সূত্রে জানা গেছে মিজানুরের সাথে জায়গা জমি নিয়ে আসামিদের দ্বন্দ্ব ছিল। গত মে মাসের ১৭ তারিখে জায়গাটি মাপ যোগ করে উভয় পক্ষই পিলার পুতে নিজ নিজ সীমানা নির্ধারণ করে। কিন্তু হঠাৎ গতকাল শুক্রবার বিবাদীগণ পিলার গুলো তুলে মিজানুরের জায়গার মধ্যে আরো ২ -৩ হাত ভিতরে পুতে। এতে মিজানুর নিষেধ করতে গেলে বিবাদীগণ অতর্কিতভাবে মিজানুর সহ চারজনের ওপর হামলা চালিয়ে আহত করে। মিজানুরেরা বাড়িতে ঢুকে গেলে বিবাদীগণ বাইরে থাকা মিজানুরের ভাইয়ের মোটরসাইকেল ভেঙ্গে চুরমার করে দেয়। বর্তমানে আহতরা সবাই তানোর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। মিজানুর বলেন আসামিরা সন্ত্রাসী প্রকৃতির লোক। এ বিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ আফজাল হোসেন বলেন অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে অতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।