ঢাকা ১১:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫, ৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মিথ্যা ও ষড়যন্ত্রমূলক সংবাদ সম্মেলনের প্রতিবাদে গোদাগাড়ীতে সংবাদ সম্মেলন বিএনপি হলো জনগণের আস্থার দল, জণগণের পাশে ছিল আছে থাকবে : শরীফ উদ্দিন সাবেক ৩ সিইসি ও কমিশনারদের নামে মামলা করবে বিএনপি সরকারকে চাপে ফেলতে সীমান্তে পুশ ইন করছে ভারত: ফখরুল খালেদা জিয়ার সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সস্ত্রীক সাক্ষাৎ আ.লীগকে নিষিদ্ধ করিনি, ভোটে থাকবে কি না সিদ্ধান্ত ইসির: ড. ইউনূস ইসরাইলি হামলায় ইরানে নিহত ৪৩০ ডেঙ্গুতে একজনের মৃত্যু, একদিনে আক্রান্ত ৩৫২ গোদাগাড়ীতে পচা-বাসি খাবার বিক্রি ও খাবারে ক্ষতিকর কেমিকেল, তিন প্রতিষ্ঠানকে জরিমানা সুষ্ঠু নির্বাচন সরকারের সহযোগিতা ছাড়া সম্ভব নয় : সিইসি

তানোরে রহমান পটেটো কোল্ড স্টোরের সামনের রাস্তায় পচা দূর্গন্ধে অতিষ্ট জনজীবন

আশরাফুল আলম, তানোর থেকেঃ
  • আপডেট সময় : ১২:১২:৫৪ অপরাহ্ন, বুধবার, ১১ জানুয়ারী ২০২৩ ২০০ বার পড়া হয়েছে

রাজশাহীর তানোরে রহমান গ্রুপের রহমান ব্রাদার্স পটেটো কোল্ড ষ্টোর হিমাগার -২ এর সামনের রাস্তায় বাতাসে পচা দূর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। তানোর উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে কোন তদারকী না থাকায় দীর্ঘদিন ধরে এ দূর্গন্ধ ছড়িয়ে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে।

তানোর মুন্ডমালা সড়কের আড়াদীঘি মোড়ের পূর্বে মেইন সড়কের ধার ঘেষে তৈরি করা এ কোল্ড ষ্টোরের পচা আলু ও কোল্ড ষ্টোর বাউন্ডারীর ভিতরে গড়ে তোলা গরুর খামারের বর্জ্য সড়কে ধারের ড্রেনে ফেলায় পুরো এলাকার বাতাসে চরম দূর্গন্ধ ছড়াচ্ছে।

অপর দিকে ষ্টোরের বর্জ্যে নষ্ট হতে শুরু করেছে কৃষি জমি, সেই সাথে পচা দূর্গন্ধে ষ্টোরের আশে পাশের কৃষকরা তাদের জমিতে চাষাবাদ করতে চরম বিব্রতকর পরিস্থিতিতে পড়ছেন বলেও জানান কৃষকরা।

কিন্তু ষ্টোরের মালিক প্রভাবশালী হওয়ায় কেউ
এসব বিষয়ে কোন প্রতিবাদ করতে পারছেন না কেউ প্রতিবাদ করতে গেলে তাদেরকে মামলা হামলাসহ বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখাচ্ছেন ষ্টোরের কর্মকর্তা, কর্মচারীসহ বকাটেরা।

এলাকাবাসী সুত্রে জানা গেছে, তানোর-মুন্ডুমালা সড়কের আড়াদিঘি মোড়ের পূর্বদিকে ও মুল সড়কের উত্তরে রহমান গ্রুপের রহমান ব্রাদার্স পটেটো-২ নামের চার ফসলী কৃষি জমিতে গড়ে তোলা হয় পেটেটো কোল্ড ষ্টোর।

এর পরেই পরিবেশ অধিদপ্তর ও প্রাণী সম্পদ এবং ভোক্তা অধিকারের কোন অনুমতি না নিয়ে কোল্ড ষ্টোরের ভিতরে নিয়ম বহির্ভূত ভাবে গড়ে তোলা হয়েছে বিশাল গরুর খামার।

সেই গরুর খামারের বর্জ্য ফেলা হচ্ছে রাস্তার ধারের (ক্যানেলে) ড্রেনে.। সেখান থেকেই কোল্ড ষ্টোরের সামনের রাস্তাসহ আশপাশের এলাকার বাতাসে ছড়াচ্ছে পচা দূর্গন্ধ।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, তানোর মুন্ডমালা সড়কের নয়নজলি দখল করে কোল্ড ষ্টোরের সীমানা প্রাচীর। রাস্তা ও সীমানা প্রাচীরের মাঝে রয়েছে নালা। সেই নালায় পাইপ সংযোগ করে খামারের বর্জ্য রাতদিন বের হচ্ছে। সেখান থেকে ওই বর্জ্য চলে যাচ্ছে পার্শের কৃষি জমিতে।

খোল্ড ষ্টোরের বর্জ্য বের করার জন্য আন্ডার গ্রাউন্ড পাইপ না থাকার কারনে প্রচুর দূর্গন্ধ ছড়িয়ে পড়ছে আশে পাশের বাতাসে বলছেন এলাকাবাসীসহ যাতায়াত কারীরা। ফলে পরিবেশের মারাত্মক ক্ষতি সাধন হচ্ছে বলেও জানান এলাকাবাসী।

এ সড়কে চলাচলকারীরা বলছেন, তানোর ফায়ার সার্ভিস অফিস পার হলেই আড়াদীঘি মোড় পর্যন্ত বাতাসের পচা দূর্গন্ধে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। কিন্তু দেকার যেন কেউ নেই। প্রতিদিন শত শত যানবাহন চালকসহ যাত্রীদেরকে চরম বিব্ররতকর অবস্থায পড়তে হচ্ছে।

তারা বলছেন, কোল্ড ষ্টোরের পচা গন্ধে অনেকেই বমিকরে দেয়ার পাশাপাশি অনেকেই অসুস্থ্য হয়ে পড়েছেন। কৃষকদের ভাগ্য বদল করতে করা কোল্ড ষ্টোরের গন্ধে এলাকা হয়ে উঠেছি দুষিত। একই সাথে গরুর খামারের জন্য গত মৌসুমে ব্যাপকভাবে আলু পঁচে নষ্ট হয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সুত্রে জানা গেছে, কোল্ড ষ্টোরে কোন ভাবেই গরুর খামার করা যাবে না। রহমান কোর্ড ষ্টোরের মালিক মালিক প্রভাবশালী হওয়ায় নিয়মনীতির তোয়াক্কা করেন না বলেই তিনি কোল্ড ষ্টোরের গরুর খামার করেছেন।

এব্যাপারে যগাযোগ করা হলে রহমান ব্রাদার্স পটেটো-২ এর ডিজিএম হালিম বলেন, সরকারী অনুমতি নিয়ে খামার করা হয়েছে। অনুমতির কাগজপত্র দেখতে চাইলে অপারগতা প্রকাশ করে বলের দুূর্গন্ধের নিরসরে ব্যবস্থা নেয়া হচ্ছে।

তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা পংকজ চন্দ্র দেবনাথ বলেন, বিষয়টি আমার অজানা, এরকম হয়ে থাকলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

তানোরে রহমান পটেটো কোল্ড স্টোরের সামনের রাস্তায় পচা দূর্গন্ধে অতিষ্ট জনজীবন

আপডেট সময় : ১২:১২:৫৪ অপরাহ্ন, বুধবার, ১১ জানুয়ারী ২০২৩

রাজশাহীর তানোরে রহমান গ্রুপের রহমান ব্রাদার্স পটেটো কোল্ড ষ্টোর হিমাগার -২ এর সামনের রাস্তায় বাতাসে পচা দূর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। তানোর উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে কোন তদারকী না থাকায় দীর্ঘদিন ধরে এ দূর্গন্ধ ছড়িয়ে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে।

তানোর মুন্ডমালা সড়কের আড়াদীঘি মোড়ের পূর্বে মেইন সড়কের ধার ঘেষে তৈরি করা এ কোল্ড ষ্টোরের পচা আলু ও কোল্ড ষ্টোর বাউন্ডারীর ভিতরে গড়ে তোলা গরুর খামারের বর্জ্য সড়কে ধারের ড্রেনে ফেলায় পুরো এলাকার বাতাসে চরম দূর্গন্ধ ছড়াচ্ছে।

অপর দিকে ষ্টোরের বর্জ্যে নষ্ট হতে শুরু করেছে কৃষি জমি, সেই সাথে পচা দূর্গন্ধে ষ্টোরের আশে পাশের কৃষকরা তাদের জমিতে চাষাবাদ করতে চরম বিব্রতকর পরিস্থিতিতে পড়ছেন বলেও জানান কৃষকরা।

কিন্তু ষ্টোরের মালিক প্রভাবশালী হওয়ায় কেউ
এসব বিষয়ে কোন প্রতিবাদ করতে পারছেন না কেউ প্রতিবাদ করতে গেলে তাদেরকে মামলা হামলাসহ বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখাচ্ছেন ষ্টোরের কর্মকর্তা, কর্মচারীসহ বকাটেরা।

এলাকাবাসী সুত্রে জানা গেছে, তানোর-মুন্ডুমালা সড়কের আড়াদিঘি মোড়ের পূর্বদিকে ও মুল সড়কের উত্তরে রহমান গ্রুপের রহমান ব্রাদার্স পটেটো-২ নামের চার ফসলী কৃষি জমিতে গড়ে তোলা হয় পেটেটো কোল্ড ষ্টোর।

এর পরেই পরিবেশ অধিদপ্তর ও প্রাণী সম্পদ এবং ভোক্তা অধিকারের কোন অনুমতি না নিয়ে কোল্ড ষ্টোরের ভিতরে নিয়ম বহির্ভূত ভাবে গড়ে তোলা হয়েছে বিশাল গরুর খামার।

সেই গরুর খামারের বর্জ্য ফেলা হচ্ছে রাস্তার ধারের (ক্যানেলে) ড্রেনে.। সেখান থেকেই কোল্ড ষ্টোরের সামনের রাস্তাসহ আশপাশের এলাকার বাতাসে ছড়াচ্ছে পচা দূর্গন্ধ।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, তানোর মুন্ডমালা সড়কের নয়নজলি দখল করে কোল্ড ষ্টোরের সীমানা প্রাচীর। রাস্তা ও সীমানা প্রাচীরের মাঝে রয়েছে নালা। সেই নালায় পাইপ সংযোগ করে খামারের বর্জ্য রাতদিন বের হচ্ছে। সেখান থেকে ওই বর্জ্য চলে যাচ্ছে পার্শের কৃষি জমিতে।

খোল্ড ষ্টোরের বর্জ্য বের করার জন্য আন্ডার গ্রাউন্ড পাইপ না থাকার কারনে প্রচুর দূর্গন্ধ ছড়িয়ে পড়ছে আশে পাশের বাতাসে বলছেন এলাকাবাসীসহ যাতায়াত কারীরা। ফলে পরিবেশের মারাত্মক ক্ষতি সাধন হচ্ছে বলেও জানান এলাকাবাসী।

এ সড়কে চলাচলকারীরা বলছেন, তানোর ফায়ার সার্ভিস অফিস পার হলেই আড়াদীঘি মোড় পর্যন্ত বাতাসের পচা দূর্গন্ধে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। কিন্তু দেকার যেন কেউ নেই। প্রতিদিন শত শত যানবাহন চালকসহ যাত্রীদেরকে চরম বিব্ররতকর অবস্থায পড়তে হচ্ছে।

তারা বলছেন, কোল্ড ষ্টোরের পচা গন্ধে অনেকেই বমিকরে দেয়ার পাশাপাশি অনেকেই অসুস্থ্য হয়ে পড়েছেন। কৃষকদের ভাগ্য বদল করতে করা কোল্ড ষ্টোরের গন্ধে এলাকা হয়ে উঠেছি দুষিত। একই সাথে গরুর খামারের জন্য গত মৌসুমে ব্যাপকভাবে আলু পঁচে নষ্ট হয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সুত্রে জানা গেছে, কোল্ড ষ্টোরে কোন ভাবেই গরুর খামার করা যাবে না। রহমান কোর্ড ষ্টোরের মালিক মালিক প্রভাবশালী হওয়ায় নিয়মনীতির তোয়াক্কা করেন না বলেই তিনি কোল্ড ষ্টোরের গরুর খামার করেছেন।

এব্যাপারে যগাযোগ করা হলে রহমান ব্রাদার্স পটেটো-২ এর ডিজিএম হালিম বলেন, সরকারী অনুমতি নিয়ে খামার করা হয়েছে। অনুমতির কাগজপত্র দেখতে চাইলে অপারগতা প্রকাশ করে বলের দুূর্গন্ধের নিরসরে ব্যবস্থা নেয়া হচ্ছে।

তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা পংকজ চন্দ্র দেবনাথ বলেন, বিষয়টি আমার অজানা, এরকম হয়ে থাকলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।