তানোরে নর্দান এগ্রো ফার্ম থেকে সামুদ্রিক শৈবাল স্পিরুলিনা ক্রয় করলেন ডঃ মোহাম্মদ ওসমান গণি
- আপডেট সময় : ০৪:৫০:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মার্চ ২০২৩ ২৪১ বার পড়া হয়েছে
রাজশাজীর তানোর উপজেলা সদরস্থ গ্রামীন জনপদে (আমশো) নর্দান এগ্রো ফার্ম হতে (১) এক কেজি স্পিরুলিনা ক্রয় করেছেন ঢাকা-উত্তরা আবাসিক সোসাইটি থেকে আগত, বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জৈষ্ঠ কর্মকর্তা ডঃ মোহাম্মদ ওসমান গণি।
জানা গেছে আজ ৩১-মার্চ (শুক্রবার) নর্দান এগ্রো ফার্ম হতে পুষ্টি গুণ সম্বৃদ্ধ
(১-এক কেজি) সামুদ্রিক শৈবাল স্পিরুলিনা ক্রয় করেন, ঢাকা- উত্তরা আবাসিক সোসাইটি থেকে আগত, বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জৈষ্ঠ কর্মকর্তা ডঃ মোহাম্মদ ওসমান গণি।
রৌদ্র তপ্ত খরাপ্রবন বরেন্দ্রভূমিতে পুষ্টি গুণ সম্বৃদ্ধ সামুদ্রিক শৈবাল স্পিরুলিনা চাষসহ কৃষিজ র্নাসারীতে মাল্টা, নারীকেল, পেয়ারা, আঙ্গুর ও অন্যান উচ্চফলনশিল উন্নত বৈদেশিক ফলজ বৃক্ষের সমাহার (নর্দান এগ্রো ফার্ম) এ’ এসে জনাব ডঃ মোহাম্মদ ওসমান গণি অত্যান্ত বিমুগ্ধ হয়েছেন। তিনি রৌদ্র তপ্ত খরাপ্রবন বরেন্দ্রভূমিতে পুষ্টি গুণ সম্বৃদ্ধ সামুদ্রিক শৈবাল স্পিরুলিনা চাষে সফলতা অর্জন কারি (নর্দান এগ্রো ফার্ম) এর প্রতিষ্ঠাতা, তানোর গোল্লাপাড়া বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক ও তানোর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, প্রভাষক; রাকিবুল হাসান সরকার (পাপুল) কে আন্তরিক ধন্যবাদ জানান।
প্রভাষক; রাকিবুল হাসান সরকার (পাপুল) সকলের নিকট দোয়া আর্শীবাদ প্রার্থনা করে বলেনঃ মহান আল্লাহ আমার সহায় হউন, পৃথিবীর বুকে সুস্থতা দান করেন, হালাল রুজির দরজা সমূহ উন্মুক্ত করে দেন, আর আমায় তার অল্প কিছু পরম সৌভাগ্য বান শোকরগুজরী বান্দাদের অন্তর্ভুক্ত করে নেন – আমিন।