তানোরের গৃহহীনদের মাঝে প্রধানমন্ত্রীর ঘরের চাবি হস্তান্তর
- আপডেট সময় : ০১:৪৪:৩৮ অপরাহ্ন, বুধবার, ২২ মার্চ ২০২৩ ১৬০ বার পড়া হয়েছে
তানোর উপজেলায় বিভিন্ন এলাকার হিজড়া, বিধবা, স্বামী পরিত্যক্তা, দুস্থ:, অসহায়, ভূমিহীন ও গৃহহীন ৩১৯টি পরিবারের মাঝে জমি সহ ঘর হস্তান্তর করা হয়ছে। গতকাল ২২মার্চ বুধবার প্রধানমন্ত্রীর র্কাযালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় চর্তুথ পর্যায়ে এ সকল ঘর ও জমি বিতরণ করা হয়।
উপজেলা মিলনায়তনে আয়োজিত এ বিতরণী সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার পঙ্কজ চন্দ্র দেবনাথ।
সভায় বক্তব্য রাখনে, তানোর উপজলো পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিকুল ইসলাম,উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহমেদ, উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য মাইনুল ইসলাম স্বপন, তালন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজিমুদ্দিন বাবু,সরনজাই ইউনিয়ন চেয়ারম্যান মোজাম্মেল হক খান সহ সকল কর্মকর্তা ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য তানোরে ৩১৯টি ঘর জমি সহ ভূমিহীন ও গৃহহীনদের মাঝে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করা হয়।