ঢাকা ০১:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ২৯ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

টঙ্গীতে অভাবের তাড়নায় নবজাতককে বিক্রি: পুলিশের সহযোগিতায় উদ্ধার

দেশের আওয়াজ ডেস্কঃ
  • আপডেট সময় : ০৭:০৭:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী ২০২৩ ৯৬ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

সংসারে অভাবের তাড়নায় নাড়িছেঁড়া ধন হোসেন (৪৭দিন) বয়সের এক নবজাতক কে ৩০ হাজার টাকায় বিক্রি করে দিয়েছে অসহায় মা ও বাবা। নাড়িছেঁড়া ধনকে বিক্রি করে কান্নায় ভেঙ্গে পড়ে মা। পরে এলাকাবাসি মানবিক দিক চিন্তা করে জাতীয় জরুরী সেবা ৯৯৯ ফোন করে জানালে টঙ্গী পূর্ব থানা পুলিশের উপ-পরিদর্শক ইয়াসিন আরাফাত ঢাকা জেলার দোহার সদর থানা এলাকার নারিশা গ্রাম থেকে হোসেনকে উদ্ধার করে।

বৃহস্পতিবার দুপুরে টঙ্গী পূর্ব থানার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ দক্ষিন জোনের উপ-পুলিশ কমিশনার মাহবুব উজ-জামান।

পুলিশ জানায়, টঙ্গী পূর্ব আরিচপুর আইনুদ্দিন এর বাড়ীর ভাড়াটিয়া লিমা হনুফা (৩৬) ও তার স্বামী মাসুম গত বুধবার অভাবের তাড়নায় তাদের শিশু সন্তান হোসেনকে ৩০ হাজার টাকা বিনিময়ে ঢাকার দোহার এলাকার এক নিঃসন্তান দম্পতির কাছে বিক্রি করে দেয়। খবর পেয়ে পুলিশ উভয়পক্ষের সাথে আলোচনা করে শিশু হোসেনকে উদ্ধার করে। পরে সন্তানদের লালন পালন করা সুবিধার্থে টঙ্গী পূর্ব থানার ওসি আশরাফুল ইসলাম শিশু হোসেন এর বাবা মাসুমকে টঙ্গীর এ টি হক গ্রুপের একটি প্রতিষ্ঠানে ১৫ হাজার টাকা বেতনে চাকুরীর ব্যবস্থা করে দেন। পরে শিশু বাচ্চাটিকে তার মার কোলে ফিরিয়ে দেন পুলিশ।

শিশু বাচ্চার মা লিমা হনুফা বলেন, অভাবের তাড়নায় ও দেনা পরিশোধ করার জন্য পরিবারে সকলের চাপের মুখে পরে সন্তান বিক্রি করতে বাধ্য হয়েছিলাম। টঙ্গী পূর্ব থানার পুলিশের সহযোগিতায় আমার বাচ্চা ফিরে পেয়ে বুকটা ভরে গেছে। সেই সাথে আমার স্বামীর চাকরীর ব্যবস্থা করে দিয়েছে ওসি আশরাফুল স্যার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

টঙ্গীতে অভাবের তাড়নায় নবজাতককে বিক্রি: পুলিশের সহযোগিতায় উদ্ধার

আপডেট সময় : ০৭:০৭:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী ২০২৩

সংসারে অভাবের তাড়নায় নাড়িছেঁড়া ধন হোসেন (৪৭দিন) বয়সের এক নবজাতক কে ৩০ হাজার টাকায় বিক্রি করে দিয়েছে অসহায় মা ও বাবা। নাড়িছেঁড়া ধনকে বিক্রি করে কান্নায় ভেঙ্গে পড়ে মা। পরে এলাকাবাসি মানবিক দিক চিন্তা করে জাতীয় জরুরী সেবা ৯৯৯ ফোন করে জানালে টঙ্গী পূর্ব থানা পুলিশের উপ-পরিদর্শক ইয়াসিন আরাফাত ঢাকা জেলার দোহার সদর থানা এলাকার নারিশা গ্রাম থেকে হোসেনকে উদ্ধার করে।

বৃহস্পতিবার দুপুরে টঙ্গী পূর্ব থানার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ দক্ষিন জোনের উপ-পুলিশ কমিশনার মাহবুব উজ-জামান।

পুলিশ জানায়, টঙ্গী পূর্ব আরিচপুর আইনুদ্দিন এর বাড়ীর ভাড়াটিয়া লিমা হনুফা (৩৬) ও তার স্বামী মাসুম গত বুধবার অভাবের তাড়নায় তাদের শিশু সন্তান হোসেনকে ৩০ হাজার টাকা বিনিময়ে ঢাকার দোহার এলাকার এক নিঃসন্তান দম্পতির কাছে বিক্রি করে দেয়। খবর পেয়ে পুলিশ উভয়পক্ষের সাথে আলোচনা করে শিশু হোসেনকে উদ্ধার করে। পরে সন্তানদের লালন পালন করা সুবিধার্থে টঙ্গী পূর্ব থানার ওসি আশরাফুল ইসলাম শিশু হোসেন এর বাবা মাসুমকে টঙ্গীর এ টি হক গ্রুপের একটি প্রতিষ্ঠানে ১৫ হাজার টাকা বেতনে চাকুরীর ব্যবস্থা করে দেন। পরে শিশু বাচ্চাটিকে তার মার কোলে ফিরিয়ে দেন পুলিশ।

শিশু বাচ্চার মা লিমা হনুফা বলেন, অভাবের তাড়নায় ও দেনা পরিশোধ করার জন্য পরিবারে সকলের চাপের মুখে পরে সন্তান বিক্রি করতে বাধ্য হয়েছিলাম। টঙ্গী পূর্ব থানার পুলিশের সহযোগিতায় আমার বাচ্চা ফিরে পেয়ে বুকটা ভরে গেছে। সেই সাথে আমার স্বামীর চাকরীর ব্যবস্থা করে দিয়েছে ওসি আশরাফুল স্যার।