চাঁপাইনবাবগঞ্জ ভারতীয় সীমান্তে বিপুল পরিমাণ হেরোইন উদ্বার
- আপডেট সময় : ০৫:৪৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩ ১৬১ বার পড়া হয়েছে
চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় সীমান্ত এলাকা দিয়ে বিষাক্ত মাদকদ্রব্য হেরোইন আমদানির মূলহোতা শফিকুল ইসলাম ওরফে লাদেন (৪৫) কে গ্রেফতার করেছে র্যাব ও বিজিবি। এর আগে গোয়েন্দা তথ্যের ভিক্তিতে তাকে আটক করতে তিনবার অভিযান পরিচালনা করেন র্যাব। তিনবারই র্যাবের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যায়, ৪ টি মাদক মামলার চিহ্নিত আসামী লাদেন। বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, চতুর্থবার র্যাব ও বিজিবি’র যৌথ অভিযানে ৭ কেজি ১৩০ গ্রাম হেরোইনসহ লাদেনকে গ্রেফতার করতে সক্ষম হয় অপারেশন দলটি।
বৃহস্পতিবার ১৩ এপ্রিল রাত সাড়ে ১২ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলাতুলি ইউনিয়নের কোদালকাটি গ্রামের বাড়ি থেকে শফিকুল ইসলাম ওরফে লাদেনকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার বেলা ১১ টার সময় র্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান, র্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার।
র্যাব অধিনায়ক জানান, ভারত থেকে আসা হেরোইন আমদানির মূলহোতা ছিল শফিকুল ইসলাম ওরফে লাদেন। এর আগে র্যাব তিনবার অভিযান পরিচালনা করেও তাকে ধরতে পারিনি। সীমান্তে তার বসবাস হবার কারণে মাদকের দেনদরবার করতে সুবিধা হয়। এই সুযোগ লাদেন কাজে লাগান। সীমান্ত ঘেঁষা এলাকা হওয়ার জন্য র্যাব ৫৩ বিজিবি ব্যাটলিয়নের সহযোগিতা নেন এবং যৌথ অভিযান পরিচালনা করেন একটি অপারেশন দল। এসময় লাদেনের বসতবাড়ির ভিতর ও আশপাশে তল্লাশি চালায় যৌথ অপারেশন দলটি। লাদেন তার বাড়ির টয়লেটের ট্যাংকের পিছন দিকে বিশেষ কায়দায় হেরোইনগুলে সংরক্ষণ করে রেখেছিল। তারপর সেখান থেকেই ৭ কেজি ১৩০ গ্রাম হেরোইন আমরা উদ্ধার করতে সক্ষম হয়।
লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার আরও জানান, চাঁপাইনবাবগঞ্জের পোলডাঙ্গা সীমান্তে হেরোইনের একটি বিশাল চালানের তথ্য ছিল র্যাবের কাছে। উক্ত তথ্যের ভিত্তিতে দীর্ঘদিন ধরে গোয়েন্দা তৎপরতা অব্যাহত ছিল। কিন্তু সীমান্তের দুর্গম এলাকায় বসবাস এবং আটককৃত লাদেনের শক্তিশালী সিন্ডিকেটের কারণে তাকে কোনোভাবেই ধরা সম্ভব হচ্ছিল না। পরবর্তীতে ক্যাম্পের একটি অভিযানিক দল নদীপথে মোটরচালিত নৌকাযোগে ছদ্মবেশে চর এলাকায় বিশেষ কৌশল অবলম্বন করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
তিনি আরও বলেন, চলতি বছরে র্যাব-৫ এর সবচেয়ে বড় সাফল্য এটি। এ বছর এর চেয়ে বড় কোন চালান আটক করতে পারেনি র্যাব। এছাড়াও সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, র্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের, কোম্পানী অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. আমিনুল ইসলামসহ র্যাব ও বিজিবির সদস্যরা।
এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।