চাঁপাইনবাবগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

- আপডেট সময় : ০৫:২৬:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০২৩ ১২৫ বার পড়া হয়েছে
চাঁপাইনবাবগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছেন। দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে গোলাম মোর্শেদ মিলন (৪৫) নামে ছোট ভাই খুন হয়েছেন।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ৩ নং ওয়ার্ডের শিয়ালা গাবতলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মিলন একই এলাকার গোলাম মোস্তাফার ছেলে।
স্থানীয় বাসিন্দা বেলাল বলেন, বড় ভাই অ্যাডভোকেট ইলিয়াস বিশ্বাসের সঙ্গে জমি নিয়ে ছোট ভাই মিলনের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে সকালে ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে মিলনের গলা কেটে হত্যা করেন ইলিয়াস। পরে স্থানীয়রা টের পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করেন।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি একেএম আলমগীর জাহান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছি। হত্যাকারী বড় ভাই অ্যাডভোকেট ইলিয়াস বিশ্বাসকে গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।