চাঁপাইনবাবগঞ্জে তিন শিশুকে যৌন নিপীড়ন: পলাতক আসামী গ্রেফতার
- আপডেট সময় : ১২:০২:৪২ অপরাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০২৩ ১২১ বার পড়া হয়েছে
চাঁপাইনবাবগঞ্জের পৌর এলাকার শিবতলা মোড় থেকে তিন শিশুকে যৌন নিপীড়নের দায়ে এজাহারভূক্ত এক পলাতক আসামীকে গ্রেফতার করে র্যাব-৫। গ্রেফতার কৃত আসামি হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার পালশা গ্রামের মৃত ইউনুছ আলী দেওয়ানের ছেলে মোঃ আনসার মোড়ল (৬৫)।
র্যাব-৫এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায় সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের র্যাব-৫ এর একটি অপারেশন দল ২৮ জুলাই ২০২৩ ইং তারিখ রাত ৯টার সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, চাঁপাইনবাবগঞ্জ জেলার পৌর এলাকার শিবতলা মোড় হতে প্রাথমিক বিদ্যালয়ের তিন শিশুকে যৌন নিপীড়ন এর দায়ে এজাহারভূক্ত পলাতক আসামী ১। মোঃ আনসার মোড়ল (৬৫), পিতা-মৃত ইউনুছ আলী দেওয়ান, সাং-পালশা, থানা ও জেলা-চাঁপাইনবাবগঞ্জকে গ্রেফতার করে।
উল্লেখ্য যে, চাঁপাইনবাবগঞ্জে আনসার মোড়ল (৬৫) নামের স্থানীয় একজন ব্যক্তির বিরুদ্ধে প্রাথমিক বিদ্যালয়ের তিন শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক শিশুর মা বাদী হয়ে সদর মডেল থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন। এজাহারে উল্লেখ করা হয়, পলসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনেই অবস্থিত আসামি আনসার মোড়লের মুদি দোকান। সেই দোকানে টিফিনের জন্য খাবার নিতে গেলে পর্যায়ক্রমে ঐ তিন শিশুকে যৌন নিপীড়ন করেন আনসার মোড়ল। এ সময় তিন শিশুর হাতে তিনি ৫০০ টাকা ধরিয়ে দিয়ে ঘটনাটি কাউকে বললে মেরে ফেলার হুমকিও দেয়। উক্ত ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হলে আসামী গা ঢাকা দেয়।
উপরোক্ত ঘটনায় আটককৃত আসামীকে চাঁপাইনবাবাগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।