ঢাকা ০৪:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে কিশোর গ্যাংয়ের ৪ সদস্য গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ০৬:২৫:২২ অপরাহ্ন, রবিবার, ২৩ জুলাই ২০২৩ ৮৪ বার পড়া হয়েছে

চাঁপাইনববাগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বাররশিয়া গ্রামের বেলাল উদ্দিন এর বাড়ির সামনে শিবগঞ্জ হইতে মনাকষাগামী পাঁকা রাস্তার উপর কিশোর গ্যাংয়ের ৪ সদস্য গ্রেফতার করে র‍্যাব-৫।

গ্রেফতার কৃত আসামিরা হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার গঙ্গারামপুর গ্রামের মোঃ জামাল উদ্দিন ও ফিরোজা বেগমের ছেলে মোঃ ফাইজুর রহমান নাদিম (২০),পারকালুপুর গ্রামের আব্দুস সালাম ও শেফালি বেগমের ছেলে মোঃ রনি আহম্মেদ (১৯) এবং মোঃ ইউসুফ আলী ও মোছাঃ মিলি বেগমের মোঃ মিমতিয়াজ (১৯), একবরপুর জব্বার বিশ্বাসটোলা গ্রামের মোঃ ইদু আলী ও শেফালী বেগমের মোঃ শিমুল ওরফে রাজু (২৪)।

র‍্যাব-৫ এক প্রেস বিজ্ঞপ্তিতে সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ র‍্যাব-৫ এর একটি বিশেষ আভিযানিক দল শনিবার (২২ জুলাই)রাত সাড়ে ১২ টার সময় চাঁপাইনববাগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বাররশিয়া গ্রামের বেলাল উদ্দিন এর বাড়ির সামনে শিবগঞ্জ হইতে মনাকষাগামী পাঁকা রাস্তার উপর কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করে আলামত (ক) স্টিলের হাতল যুক্ত চাইনিজ কুড়াল-০১টি (খ) অতিরিক্ত ০১টি স্টিলের হাতল (গ) প্লাস্টিকের বাটযুক্ত ০১টি ছোট কাঁচি, (ঘ) কাগজে মোড়ানো গঁাজা ০৪ পুরিয়া ওজন ০৪ গ্রাম, (ঙ) গঁাজা সেবনের কলকি-০১ (এক)টি,(চ) গ্যাস লাইটার-০১(এক)টি সহ ০৪ জন আসামী ১। মোঃ ফাইজুর রহমান নাদিম (২০),পিতা- মোঃ জামাল উদ্দিন,মাতা-ফিরোজা বেগম,সাং-গঙ্গারামপুর, ২। মোঃ রনি আহম্মেদ (১৯),পিতা-আব্দুস সালাম মাতা- মোছাঃ শেফালি বেগম, ৩। মোঃ মিমতিয়াজ (১৯),পিতা- মোঃ ইউসুফ আলী , মাতা-মোছাঃ মিলি বেগম,উভয় সাং- পারকালুপুর, ৪। মোঃ শিমুল ওরফে রাজু (২৪),পিতা- মোঃ ইদু আলী, মাতা- শেফালী বেগম, সাং- একবরপুর জব্বার বিশ্বাসটোলা,সর্বথানা-শিবগঞ্জ,জেলা- চাঁপাইনবাবগঞ্জ দেরকে গ্রেফতার করা হয়।
উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় মামলা রুজু করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

চাঁপাইনবাবগঞ্জে কিশোর গ্যাংয়ের ৪ সদস্য গ্রেফতার

আপডেট সময় : ০৬:২৫:২২ অপরাহ্ন, রবিবার, ২৩ জুলাই ২০২৩

চাঁপাইনববাগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বাররশিয়া গ্রামের বেলাল উদ্দিন এর বাড়ির সামনে শিবগঞ্জ হইতে মনাকষাগামী পাঁকা রাস্তার উপর কিশোর গ্যাংয়ের ৪ সদস্য গ্রেফতার করে র‍্যাব-৫।

গ্রেফতার কৃত আসামিরা হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার গঙ্গারামপুর গ্রামের মোঃ জামাল উদ্দিন ও ফিরোজা বেগমের ছেলে মোঃ ফাইজুর রহমান নাদিম (২০),পারকালুপুর গ্রামের আব্দুস সালাম ও শেফালি বেগমের ছেলে মোঃ রনি আহম্মেদ (১৯) এবং মোঃ ইউসুফ আলী ও মোছাঃ মিলি বেগমের মোঃ মিমতিয়াজ (১৯), একবরপুর জব্বার বিশ্বাসটোলা গ্রামের মোঃ ইদু আলী ও শেফালী বেগমের মোঃ শিমুল ওরফে রাজু (২৪)।

র‍্যাব-৫ এক প্রেস বিজ্ঞপ্তিতে সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ র‍্যাব-৫ এর একটি বিশেষ আভিযানিক দল শনিবার (২২ জুলাই)রাত সাড়ে ১২ টার সময় চাঁপাইনববাগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বাররশিয়া গ্রামের বেলাল উদ্দিন এর বাড়ির সামনে শিবগঞ্জ হইতে মনাকষাগামী পাঁকা রাস্তার উপর কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করে আলামত (ক) স্টিলের হাতল যুক্ত চাইনিজ কুড়াল-০১টি (খ) অতিরিক্ত ০১টি স্টিলের হাতল (গ) প্লাস্টিকের বাটযুক্ত ০১টি ছোট কাঁচি, (ঘ) কাগজে মোড়ানো গঁাজা ০৪ পুরিয়া ওজন ০৪ গ্রাম, (ঙ) গঁাজা সেবনের কলকি-০১ (এক)টি,(চ) গ্যাস লাইটার-০১(এক)টি সহ ০৪ জন আসামী ১। মোঃ ফাইজুর রহমান নাদিম (২০),পিতা- মোঃ জামাল উদ্দিন,মাতা-ফিরোজা বেগম,সাং-গঙ্গারামপুর, ২। মোঃ রনি আহম্মেদ (১৯),পিতা-আব্দুস সালাম মাতা- মোছাঃ শেফালি বেগম, ৩। মোঃ মিমতিয়াজ (১৯),পিতা- মোঃ ইউসুফ আলী , মাতা-মোছাঃ মিলি বেগম,উভয় সাং- পারকালুপুর, ৪। মোঃ শিমুল ওরফে রাজু (২৪),পিতা- মোঃ ইদু আলী, মাতা- শেফালী বেগম, সাং- একবরপুর জব্বার বিশ্বাসটোলা,সর্বথানা-শিবগঞ্জ,জেলা- চাঁপাইনবাবগঞ্জ দেরকে গ্রেফতার করা হয়।
উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় মামলা রুজু করা হয়েছে।